ছোটন সাহা ॥
উপকূলীয় জেলা ভোলায় গত কয়েকদিন ধরেই জেকে বসেছে শীত। দিন দিন এ শীতের তীব্রতা বাড়ায় শীতকষ্টে ভুগছিললেন উপকূলের ছিন্নমূল মানুষ, দিন মজুর এবং খেয়ে খাওয়া অসহায় মানুষ। এমন বাস্তবতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।
সোমবার (৬ জজানুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার, ভোটের ঘর, পাইলট বাজার, ইলিশা কাচারি, হাজির হাট, জংশন বাজারে দুস্থ, অসহায় পথচারী, রিকশাচালক, অটোরিকশা চালক, চায়ের দোকানদার, পানের দোকানদার, ভ্রাম্যমাণ হকারসহ শীতার্ত ব্যক্তিদের মাঝঝে এ কম্বল বিতরণ করেন।
জানা গেছে, প্রচন্ড শীত উপেক্ষা করে শীতার্ত মানুষের পাশে দাড়াতে কম্বল নিয়ে হাজির হোন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।
শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর গায়ে নিজ হাতেই জড়িয়ে দেন কম্বল। ইউএনও’র কাছ থেকে কম্বল পেয়ে অনেকটাই খুশি শীতার্তরা।
শীতার্ত মানুষরা বলেন, যাদের কম্বল কেনার সামর্থ ছিলনা, সংকটের মধ্যে অসহায় মানুষগুলো সরকারি এ কম্বল পেয়েছেন। শীত নিবারণ জন্য এ কম্বল তাদের উপকারে আসবে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল বলেন, শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত থাকবে এবং উপজেলার সকল ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে সরকারি কম্বল বিতরণ করা হবে। এ উপজেলায় মোট এক হাজার ৯৯৩ পিস কম্বল বরাদ্দ এসেছে।
উল্লেখ্য, উপকূলীয় জেলা ভোলায় সোমবার দিনের তাপমাত্রা ১৩.৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আর বাতাসের আর্দ্রতা ছিলো ৯৫ শতাংশ। আগামী সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়ার আশংকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশ সময়: ০:৩৬:৩২ ১১৭ বার পঠিত