ভোলায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

প্রচ্ছদ » জেলা » ভোলায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



---

ছোটন সাহা ॥

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোলায় শুরু হয়ে নতুন বই বিতরণ। ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এ বই বিতরণের উদ্বোধন করেন। ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ে বুধবার (১ লা জানুয়ারী) এ বই বিতরণ করা হয়।

নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। প্রাথমিক পর্যায়ের ২ লাখ ৩৭ হাজার শিক্ষার্থীর মাঝে প্রথমদিন ৭লাখ এক হাজার ৬৩৪ পিস বই বিতরণ করা হয়।

জেলার মোট এক হাজার ৪৭টি প্রাথমিক ও ৩৭১টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। জেলায় মোট বইয়ের চাহিদা ১১ লাখ ৯০ হাজার ২৬৭ টি বই। যারমধ্যে ৫৯ ভাগ বই বরাদ্দ এসেছে বলে জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।

---

তিনি বলেন, আহামী ২ সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌছে দেয়া হবে।

ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, বই পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি। শিক্ষকদের আন্তরিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করাবেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সানী।

বছরের প্রথমদিন নতুন বই হাতে পেয়ে অনেকটাই খুশি তারা। যারা বই পাননি তারাও ছিলেও উচ্ছ্বাসিত।

এরআগে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যাললয়ে বই বিতরণের উদ্ধোধন করে জেলা প্রশাসক।

মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ২৫২ জন। এখানে বরাদ্দ এসেছে প্রায় ৩০ হাজার পিস বই।

বাংলাদেশ সময়: ১:৪১:০৮   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার বিসিকে নকল চিপস কারখানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান
শিবপুরে নদী ভাঙ্গনরোধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার: ব্রিগেডিয়ার ড. এম সাখাওয়াত হোসেন
ভোলায় ২টি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলিসহ আটক ৬
ভোলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ভোলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে মানববন্ধন
হয়তো আমরা আর বেশি দিন নাই, এই চোরদের আর নির্বাচিত করিয়েন না: নৌ-পরিবহন উপদেষ্টা
ভোলায় ড্রিমল্যান্ড শিশু পার্কের উদ্বোধন
এখন আর সেই স্বৈরাচারী সরকারের সময় নেই: ভোলায় নৌ-পরিবহন উপদেষ্টা



আর্কাইভ