ছোটন সাহা ॥
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোলায় শুরু হয়ে নতুন বই বিতরণ। ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এ বই বিতরণের উদ্বোধন করেন। ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ে বুধবার (১ লা জানুয়ারী) এ বই বিতরণ করা হয়।
নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। প্রাথমিক পর্যায়ের ২ লাখ ৩৭ হাজার শিক্ষার্থীর মাঝে প্রথমদিন ৭লাখ এক হাজার ৬৩৪ পিস বই বিতরণ করা হয়।
জেলার মোট এক হাজার ৪৭টি প্রাথমিক ও ৩৭১টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। জেলায় মোট বইয়ের চাহিদা ১১ লাখ ৯০ হাজার ২৬৭ টি বই। যারমধ্যে ৫৯ ভাগ বই বরাদ্দ এসেছে বলে জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।
তিনি বলেন, আহামী ২ সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌছে দেয়া হবে।
ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, বই পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি। শিক্ষকদের আন্তরিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করাবেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সানী।
বছরের প্রথমদিন নতুন বই হাতে পেয়ে অনেকটাই খুশি তারা। যারা বই পাননি তারাও ছিলেও উচ্ছ্বাসিত।
এরআগে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যাললয়ে বই বিতরণের উদ্ধোধন করে জেলা প্রশাসক।
মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ২৫২ জন। এখানে বরাদ্দ এসেছে প্রায় ৩০ হাজার পিস বই।
বাংলাদেশ সময়: ১:৪১:০৮ ১২৩ বার পঠিত