বোরহানউদ্দিনে এক মাসেও উদঘাটন হয়নি শিশু ইসরাক হত্যার রহস্য

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে এক মাসেও উদঘাটন হয়নি শিশু ইসরাক হত্যার রহস্য
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



---

আদিল হোসেন তপু ॥

ভোলার বোরহানউদ্দিনে এক মাস পেরিয়ে গেলেও এখনও উদঘাটন হয়নি শিশু ইসরাক হত্যাকান্ডের জট। ৩ জনকে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করা হলেও এখনও প্রধান আসামীকে চিহ্নত করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের অভিযোগ প্রতিবেশী বশির পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করেছে। তবে পুলিশ বলছে, তদন্ত করে আসামীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

এদিকে শিশু ইশরাক হত্যা কান্ডের সাথে জড়িত খুনিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী।

ছোট ফুটফুটে শিশু ইশরাক। প্রবাসী শেখ ফরিদ ও ইয়ানুর বেগমের একমাত্র ছেলে। দীর্ঘ ১৭ বছর পরে আলোকিত করে জন্ম নেয় এই দম্পতির ঘরে। তাই তো ছিলো সবার আদরের।

সারাদিন খেলাধূলা আর ছোটাছুটিতে দিন কাটতো। কিন্তু কে জানতো মাত্র ৪ বছর বয়সেই নৃশংস হত্যার শিকার হতে হবে। আদরের সন্তানকে হারিয়ে এভাবেই একমাত্র সন্তানের ছবি বুকে জড়িয়ে কাঁদছিলেন মা ইয়ানুর বেগম। ছেলের স্মৃতি চিহ্ন সামনে নিয়ে কান্না করতে করতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

কলিজার টুকরা সন্তানকে হারিয়ে পাগল প্রায় ওই মা; তাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। তার আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।

এমনি হত্যাকান্ডের শিকার ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের প্রবাসি শেখ ফরিদের একমাত্র ছেলে ইশরাক। ঘটনার পর থেকে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, মাঠে নেমে পরে পুলিশ কিন্তু হত্যার রহস্য ব্যর্থ হোন তারা। এক মাসেও প্রকৃত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত শিশু ইশরাকের মা ইয়ানুর বেগম বলেন, ইশরাক আমার খুব আদরের সন্তান ছিলো। দীর্ঘ ১৭ বছর পরে উপর আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দিছিলো। কিন্তু বশির আমার ছেলেকে বাঁচতে দিলোনা। ওর গায়ে বালু মার দেখে ও আমার ছেলেকে হত্যা করছে। তাছাড় ওর সাথে জমিজমার বিরোধ ছিলো সামান্য ইকটু জায়গা নিয়ে। তার জের ধরে বশির আমার আদরের সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ নিহত শিশুটির পরিবারের।

তিনি আরো বলেন, ও আমার ছেলেকে হত্যা করে পরিবারের কাছে স্বীকার করছে অস্বাভাবিক আচরণ করতে ছিলো। লোকজন ধরছিলো মিমাংসা করার জন্য আর থানার পুলিশ ওকে বাচাঁনের জন্য সন্দেহভাজন হিসাবে আটক করে মামলা অন্যদিকে প্রভাবিত করার জন্য চেষ্টা করছে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।

এদিকে একই অভিযোগ এলাকাবাসী ও স্বজনদের। তারা বলছেন প্রকৃতি আসামিকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

---

নিহতের ইশরাকের মামা সাগর হাওলাদার বলেন, শিশু ইসরাক হত্যা কান্ডের পরে সন্দেহভাজন হিসাবে ৩ জনকে গ্রেপ্তার করা প্রকৃত আসামি এখনও চিহ্নিত না হওয়ায় বিচার নিয়ে সন্ধিহান আমরা। তারা আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা বাদ করে মূল ঘটনার রহস্য উন্মোচন না করে মামলা নিয়ে গরিমসি করছে। তাই আমরা মামলার তদন্তের স্বার্থে মামলাটি পিবিআই কিংবা ডিবিকে হস্তান্তরের দাবি জানাই।

এদিকে শিশু ইশরাক হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তার এবং তদন্তে কার্যক্রমে গতিশীল করতে মানববন্ধন করেছে এলাবাসী ও স্বজনরা।

তাদের দাবী, দ্রুতই অভিযুক্ত আসামী বশীর গংদের আইনের আওতায় আনা হউক। তবে পুলিশের লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আখতার বলেন, শিশুটির হত্যায় জড়িত আসামীদের গ্রেপ্তারে তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যে সন্দেহভাজন হিসাবে ৩জনকে আটক করে জিজ্ঞাসা বাদ চলছে আশাকরি খুবদ্রুত প্রকৃত আসামিকে চিহ্নিত করে সবার সামনে তুলে ধরা হবে। আর মামলার তদন্তে পুলিশের কেউ যদি প্রভাবিত হয়ে মামলা বাধাগ্রস্থ করে সেটিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

গত ২১ নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ২ ঘন্টার পর বাড়ির পাশে কলাবাগানের নিচ থেকে শিশু ইশরাকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ সন্দেহভাজন ৩ জনকে আটক করলেও মূল আসামীরা ধরাছোয়ার বাইরে বলে অভিযোগ পরিবারের।

বাংলাদেশ সময়: ১:৩৭:৩১   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলার বিসিকে নকল চিপস কারখানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান
মনপুরায় চুরির মাল ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
তজুমদ্দিনের ১০ মামলার আসামি কুখ্যাত ডাকাত আব্বাস গ্রেপ্তার
টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে প্রবাসীর স্ত্রী বাপের বাড়ি
বোরহানউদ্দিনে প্রধান শিক্ষকের অনিয়ম আর দুর্নীতির বিস্তর অভিযোগ
ভোলায় ২টি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলিসহ আটক ৬
বোরাহানউদ্দিনে চাঁদা বাজিতে বাধা দেওয়ায় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পশ্চিম ইলিশায় বশতঘর ভাংচুর অগ্নিসংযোগ
ভোলায় গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের উপর হামলা আহত ৩, আটক-২
মেঘনার জলদস্যু আলতু মাতাব্বরের বিরুদ্ধে রাজাপুরের চর রামমোহন দখল চেষ্টা ও কৃষকদের মারধরের অভিযোগ



আর্কাইভ