স্টাফ রিপোর্টার ॥
ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকালে জেলা ছাত্রদলের কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে জেলা বিএনপির কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বশির হাওলাদার, সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার,যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজী,সাংগঠনিক স¤পাদক জাহাঙ্গীর আলম শরিফ, জেলা ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রুবেল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলালসহ প্রমূখসহ ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনায় সভায় বক্তরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকতে, গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের প্রতিটি ক্যা¤পাসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য। স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে এবং এই ভোলার মাটিতে স্বৈরাচারের দোসরদের কোন স্থান দেওয়া হবে না।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে সামনে এসে জরো হয় তারা।
বাংলাদেশ সময়: ১:৩৪:৫৮ ১০৬ বার পঠিত