মনপুরায় অসহায় দ‌রিদ্র পরিবা‌রের বসতঘর রক্ষায় মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় অসহায় দ‌রিদ্র পরিবা‌রের বসতঘর রক্ষায় মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪



---মনপুরা প্রতিনিধি।।

ভোলার মনপুরায় পা‌নি উন্নয়‌ন বো‌র্ডের নতুন চলমান বে‌ড়ি বাঁধ পুরনো বাঁধ থেকে কিছুটা স‌রি‌য়ে করার দাবী‌তে মানবন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৬ ডিসেম্বর) বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে উপ‌জেলার প্রেসক্লা‌বের সাম‌নে প্রায় ঘন্টাব‌্যাপী মানববন্ধন ক‌রেন উপ‌জেলার হা‌জিরহাট ইউ‌নিয়‌নের চর‌ফৈজউ‌দ্দি‌ন গ্রামের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারন মানুষ।

প‌রে তারা বি‌ক্ষোভ মি‌ছিল নি‌য়ে উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে অবস্থান নেন। এরপর এর প্রতিকার চে‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার মাধ‌্যমে জেলা প্রশাস‌কের কা‌ছে স্মারক‌লি‌পি প্রদান ক‌রেন।

 ---

এসময় বক্তারা ব‌লেন, মনপুরা উপ‌জেলাকে নদী ভাঙন থে‌কে রক্ষায় পা‌নি উ‌ন্নয়ন বো‌র্ডের হাজার কো‌টি টাকার প্রকল্পের কাজ চলমান র‌য়ে‌ছে। এ‌তে মনপুরা উপ‌জেলাবাসী অ‌নেক খু‌শি। কিন্তু হা‌জিরহাট ইউ‌নিয়‌নের ৭,৮ ও ৯ নম্বর ওয়া‌র্ডের চর‌ফৈজউ‌দ্দি‌ন গ্রা‌মের পীর্ব পাশের পুরাতন বে‌ড়ি বাঁধের ম‌ধ্যে নতুন বে‌ড়ি বাঁধ‌টি নির্মাণ করা হ‌লে বে‌ড়ি বাঁ‌ধের সা‌থে প্রায় ২ হাজার বসতঘর ক্ষ‌তিগ্রস্ত হ‌বে। এ‌তে চরমভা‌বে ক্ষ‌তিগ্রস্ত হ‌বেন ওইসব অসহায় ও হতদ‌রিদ্র প‌রিবারগু‌লো। তাই নতুন বে‌ড়ি বাঁধ‌টি পুরান বে‌ড়ি বাঁ‌ধের থে‌কে ৫০/৬০ মিটার স‌রিয়ে কর‌লে এই ক্ষ‌তি ‌থে‌কে রক্ষা পা‌বে ওই প‌রিবারগু‌লো। তাছাড়া এই ২ হাজার অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পক্ষে টাকা খরচ করে বসতঘর সরিয়ে নেয়া সম্ভব নয়। তাই দ্রুত নতুন বেড়িবাঁধটি পুরনো বাঁধ থেকে স‌রি‌য়ে নির্মান করার উ‌দ্যোগ গ্রহ‌ণের জন‌্য জেলা প্রশাসক ও পা‌নি উন্নয়ন বো‌র্ডের কা‌ছে দাবী ক‌রেন তারা।

এসময় বক্তব‌্য রা‌খেন, সা‌বেক হা‌জিরহাট ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান আলহাজ্ব আব্দুল মন্নান হাওলাদার, হাজীর হাট ইউ‌নিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডে ইউ‌পি সদস্য জামাল উ‌দ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মিজানুর রহমান পলাশ, হাজীর হাট ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি আব্দুল হা‌লিম মোল্লাসহ মানবন্ধ‌ন ও বিক্ষোভ মিছিলে ওই এলাকার ক‌য়েক শত নারী ও পুরুষ অংশ গ্রহন ক‌রেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইজ্জামান বলেন, নতুন বেড়ীবাঁধ সরিয়ে নির্মান করার ব্যাপারে সাধারন মানুষের মানববন্ধন ও বিক্ষোভের কথা শুনেছি। এবং জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেয়েছি। আশা করি চিহ্নিত এলাকা পরিদর্শন করে এব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৮   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় চুরির মাল ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
মনপুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান
পিঠা-পায়েস উৎসবে মুখরিত চরফ্যাশন মহিলা কলেজ
হয়তো আমরা আর বেশি দিন নাই, এই চোরদের আর নির্বাচিত করিয়েন না: নৌ-পরিবহন উপদেষ্টা
মনপুরায় মেঘনায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ এক জেলে
মনপুরার মেঘনায় পাঙ্গাসের পোনা নিধনের অবৈধ ১৬ চাই জাল আটক
মনপুরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কৃষি বিভাগের অবহেলায় বিপাকে সরিষা চাষিরা
ছাত্র কল্যান সংগঠন মনপুরা কমিটি গঠন
মনপুরায় অসহায় দ‌রিদ্র পরিবা‌রের বসতঘর রক্ষায় মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল



আর্কাইভ