![---](https://www.ajkerbhola.com/cloud/archives/2024/12/f67-b243a-1-thumbnail.jpeg)
স্টাফ রিপোর্টার ॥
১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানের স্বৈরাশারী শাসন থেকে বাংলাদেশকে মুক্তি দিয়ে স্বাধীনতার মুখ দেখিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। তারপর থেকে ১৬ ই ডিসেম্বর এর দিন মহান বিজয় দিবস হিসেবে পালন করা হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভোলা জেলা শাখার আয়োজনে সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষে পু®প প্রদানের মাধ্যমে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শহীদের প্রতি ফুলের তোররন দিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
সোমবার সন্ধ্যায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মো. হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন শহীদ জিয়াউর রহমান একজন সাহসী নেতা ছিলেন। শহীদ জিয়াউর রহমান মৃত্যুর ভয়কে তোয়াক্কা না করে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন, দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমানের অবদান অসীম তা বলে শেষ করা যাবে না। দীর্ঘ ১৭ বছর পর আজকে দেশের মানুষ স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দেশে এখনো অনেক ষড়যন্ত্র চলছে সকলকে সতর্ক থাকতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হয় কাঁধে কাঁদে হাত রেখে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় ভোলা জেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠন ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৩০:০৪ ১৫৬ বার পঠিত