ভোলায় উপকূলের শীতার্তদের মধ্যে রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শীতবস্ত্র বিতরণ

প্রচ্ছদ » দৌলতখান » ভোলায় উপকূলের শীতার্তদের মধ্যে রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শীতবস্ত্র বিতরণ
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪



---

আদিল হোসেন তপু ॥

ভোলায় বেড়িবাঁধের দুই শতাধিক ছিন্নমূল, অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ। শনিবার বিকালে উপকূলীয় জেলা ভোলার দৌলতখানের হাজিপুর ইউনিয়ন বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি এই শীতার্ত দের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ বলেন, কনকনে ঠান্ডায় উপকূলীয় জেলা ভোলাসহ সারা দেশের হতদরিদ্র মানুষ অনেকটা কষ্টে আছে। এই সব হতদরিদ্র মানুষের পাশে আছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তার তারই অংশ হিসাবে ভোলার দৌলতখানের হাজীপুর ইউনিয়নের গরীব, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র তুলে দেয়া হয়েছে। এই শীতের সময় রেড ক্রিসেন্ট এর কম্বল পেয়ে মহাখুশি সাধারণ জনগন।

---

এসময় তিনি আরো বলেন, মানবতাবাদী এবং মানবদরদী মানুষের সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম পরিচালনা করে থাকেন। আর্তমানবতার সেবায় এগিয়ে আসা মহৎপ্রাণ ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা সঙ্গে নিয়েই রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার প্রয়োজনে মানবতার তরে হাত বাড়িয়ে দেয়। দুর্গত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সঙ্কটে, জাতীয় দুর্যোগে সবসময় দুর্গত মানুষের পাশে থেকেছে। আগামী দিনে গুলোতেও শীতার্ত সহ সকল দুর্যোগে মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিবে রেড ক্রিসেন্ট সোসাইটি।

এই সময় তিনি সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট ভোলা ইউনিটের উদ্যোগে গরীব, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, শীতার্ত দুইশ মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

এর আগে তিনি দৌলতখান উপজেলার সিপিপি সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়াও ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের স্বেচ্ছাসেবক ও ইউনিট পরিদর্শন করেন। স্বেচ্ছাসেবক দের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য দক্ষতা বৃদ্ধি করার জন্য আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পিতা হাজিপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মোস্তফা, তার ছেলে রেড ক্রিসেন্ট এর সদর দপ্তরের স্বেচ্ছাসেবক আয়ান আহমেদ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের আজীবন সদস্য শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, ব-দ্বীপ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র স্বেচ্ছাসেবক মীর মোশারেফ অমি, আজীবন সদস্য মো সালাইমান, মুক্তি, এইচ এম জাকির, ভোলা যুব রেড ক্রিসেন্ট সাবেক যুব প্রধান সাংবাদিক আদিল হোসেন তপু, সাবেক উপপ্রধান আনোয়ার হোসেন, ভোলা রেড ক্রিসন্ট যুব প্রধান সাদ্দাম হোসেন, উপ-প্রধান রহমান মিমসহ ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৫৩:০২   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বৈষম্য দূর করতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান
জামায়াতে ইসলামী সৈয়দপুর ইউনিয়ন শাখার সেশনের সেটআপ সম্পন্ন
দৌলতখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন
দৌলতখানের নেয়ামতপুর চরে মহিষ ও গরুর কিল্লায় আগুন দিয়েছে সন্ত্রাসীরা
বাংলাবাজারে ইসলামী ব্যাংকের শুভ উদ্বোধন
ভোলায় উপকূলের শীতার্তদের মধ্যে রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শীতবস্ত্র বিতরণ
ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: এড. মুয়াযযম হোসাইন হেলাল
দৌলতখানে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
দৌলতখানে অনুর্ধ্ব-১৫ ছাত্রদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দৌলতখানে ৪ জয়িতাকে সংবর্ধনা



আর্কাইভ