
দৌলতখান প্রতিনিধি ॥
‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এ শ্লোগানে ভোলার দৌলতখানে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ‘জয়িতা অম্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
জয়িতা অন্বেষণ বাংলাদেশের আওতায় দৌলতখানে শ্রেষ্ঠ মোসাঃ মরিয়ম খানমসহ ৪ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরি, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার হুমায়ুন কবিরসহ বিভিন্ন নারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০:৫৩:৫৯ ১০৭ বার পঠিত