ভোলায় মোনালিসাগলি মন্দিরের নতুন কমিটি

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় মোনালিসাগলি মন্দিরের নতুন কমিটি
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা জেলার শতাধিক মন্দির সংশ্লিষ্ট এলাকার সনাতন ধর্মাবলম্বিদের নিজস্ব অর্থায়নে এবং কোন কোন ক্ষেত্রে সরকারি সহযোগিতায় উন্নয়ন ঘটলেও সদর উপজেলাধীন শহরের মূল কেন্দ্রস্থল সদর রোডস্থ বাংলাস্কুল মোড় সংলগ্ন দেবেন্দ্র কাহালী লেনে (মোনালিসা গলি) অবস্থিত শ্রী শ্রী কালি মাতা ও শ্রী শ্রী দূর্গা মাতার মন্দিরটি রয়েছে একেবারেই অবহেলিত। ১৯৬৫ সালে স্বর্গীয় অনুজ কুমার কাহালী মহাশয়ের দানকৃত জমিতে প্রতিষ্ঠিত মন্দিরটি এতটাই অবহেলিত যে বাঁশকাঠ দিয়ে ঠেক দিয়ে রাখতে হয় মন্দিরের ভাঙ্গা টিনের চালগুলো। অবশেষে অনেক কালক্ষেপন হলেও ভোলা শহরের মাঝখানে অবস্থিত মন্দিরটির করুন অবস্থার পরিবর্তন করার লক্ষে এবার নবীন-প্রবীনদের মিশেলে গঠন করা হলো একটি নতুন কমিটি। অত্র এলাকায় বসবাসকারী সকল স্তরের সনাতন ধর্মালম্বিদের উপস্থিতিতে গত ২৯ নভেম্বর’২৪ এ বিষয়ে অনুষ্ঠিত প্রথম সভায় উপস্থিত সকলের মতামত পর্যালোচনা করে শুক্রবার (৬ ডিসেম্বর) মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত চুড়ান্ত সভায় সকলের সম্মতিক্রমে গঠিত হয় একটি নতুন কমিটি। এডভোকেট মৃনাল চক্রবর্তী (বিষু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে নবগঠিত কমিটির সভাপতি পদে এডভোকেট মৃনাল চক্রবর্তী (বিষু) ও সাধারন সম্পাদক পদে ব্যাংকার সজল কুমার দেবনাথ সহ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করেন ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পৌরবাপ্তা এলাকার শ্রী শ্রী কালিমাতা ও রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি ও ভোলা জুয়েলার্স সমিতির সাধারন স¤পাদক শ্রী অবিনাশ নন্দী। তিনি কমিটি ঘোষনার প্রাক্কালে প্রদত্ব শুভেচ্ছা বক্তব্যে নতুন কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রীস্টান সকল বাঙালীর দেশ।

এদেশের সংখ্যালগু হিন্দুদের নিয়ে কোন দেশ খেলা করতে চাইলে আমরা সকল ধর্মের মানুষ একত্র হয়ে সমুচিত জবাব দিবো। কেননা যে যেই ধর্মেরই হোকনা কেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্যের প্রশ্নে ১৯৭১ সালে আমরা যেমন এক ছিলাম তেমনি প্রয়োজন হলে আবার এক হবো। ঠিক তেমনি করে কারো সাথে কারো মতের পার্থক্য থাকলেও আজ থেকে এই মন্দিরের রক্ষনাবেক্ষণ ও উন্নয়নের পক্ষে সকলে এক থাকলেই মন্দিরটির যথাযত উন্নয়ন করা সম্ভব হবে”। অন্যদিকে মন্দির কমিটির নবাগত সাধরন স¤পাদক সজল দেবনাথ বলেন, “নতুন কমিটির সকল সদস্য নিজনিজ দায়ীত্বের প্রতি সচেতন থাকলে আমরা আশা করি আগামী ২০২৫ সালের দুর্গাপূজার পূর্বেই মন্দিরটির অন্তত প্রথম তলার কাজ স¤পন্ন করতে পারবো”। দীর্ঘ সময় যাবত চলা সভায় অন্যান্যের মধ্যে নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রশান্ত রায় কুট্টি, বাবু ভবরঞ্জন, কেশব দে, এডভোকেট জয়ন্ত বিশ্বাস, রিপন পাল, প্রদীপ রায়,ভাস্কর মজুমদার,দুলাল মাস্টার,সম্ভুনাথ চক্রবর্তী, অসীম চন্দ্র দাস, সাংবাদিক এ.সি.ডি.অর্জুন ও আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং নবগঠিত কমিটির প্রায় সকল সদস্য ও অত্রএলাকার সকল সনাতন ধর্মাবলম্বি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:২৫:২৫   ২৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউটের জমকালো আয়োজনের বিদায়ী সংবর্ধনা
তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজন আটক, চারটি ড্রেজার জব্দ
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল-পলিথিন-সিগারেট জব্দ
মাছ ধরা নৌকাগুলোকে গভীর সাগরে যেতে মানা
ধনিয়া ইউনিয়নে জাতীয় যুব সংহতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
গণধর্ষণ, চাঁদাবাজি, দখলদারি ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও গণমিছিল
দৈনিক আজকের ভোলার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান কর্মসূচী পালন
ভোলায় ছাত্র-জনতার প্রবল বাধার মুখে ইন্ট্রাকো কোম্পানির গ্যাস নেওয়ার অবৈধ চেষ্টা ব্যার্থ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আজ ভোলায় বিএনপির রক্তদান কর্মসূচী



আর্কাইভ