মানবিক সমাজ গড়ার প্রত্যায় নিয়ে ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

প্রচ্ছদ » জেলা » মানবিক সমাজ গড়ার প্রত্যায় নিয়ে ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট।।

মানবিক সমাজ গড়ার প্রত্যায় নিয়ে ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ভোলা সরকারি কলেজে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম. রেজাউল করিম শাহিন নেতৃত্ব শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করেন।

পরে এক সংক্ষিপ্ত আলোচনায় ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ এ.টি.এম. রেজাউল করিম শাহিন বলেন, তরুণ ও যুব স্বেচ্ছাসেবীরা দেশ ও জাতির চেঞ্জমেকার। স্বেচ্ছায় সেবা প্রদান করা একটি মহৎ কাজ। ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আর্তমানবতার সেবায় ও মানুষের জানমাল রক্ষায় ঝাঁপিয়ে পড়ে।

---এসময় উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন, ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ভোলা সরকারি উদ্ভিদ বিজ্ঞান এর বিভাগীয় প্রধান জামাল উদ্দীন, ব্যবস্থাপনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) প্রধান মোঃ এরসাদ, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক আদিল হোসেন তপু প্রমুখ।

তরুণ স্বেচ্ছাসেবীদের উৎসাহ প্রদানে প্রতিবছর এ দিবসটি পালন করায় আয়োজকদের ধন্যবাদ জানান অতিথিরা। পাশাপাশি দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে ভলান্টিয়ারিজমের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার জন্য বক্তারা নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।

---দিবসটি পালনে অংশ নেয় ভোলা কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট, বাংলাদেশের ন্যাশনাল ক্যাডেট কোর ভোলা কলেজ শাখা, বাংলাদেশের রোভার স্কাউটস ভোলা কলেজ শাখা, বাঁধন ভোলা কলেজ শাখা, পরিবেশে ক্লাব ভোলা কলেজ ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ,সয়েল ক্লাব সহ কলেজের সকল সংগঠনের সম্মিলিত আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

---এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ভোলা কলেজ ইউনিট সাাবেক দলনেতা মো. রায়হান, বর্তমান ভারপ্রাপ্ত দল নেতা তাওহীদ

রোভার স্কাউট সিনিয়র রোবার মেট অনিক সিকদার, বিএনসিসি (আরমান) বাঁধন, (বিথী, সভাপতি) পরিবেশ ক্লাব (সুমন, সাধারন সম্পাদক) প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৩:১৮   ২৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা-ঢাকাগামী কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নদীতে নারী ঝাঁপ: পরিচয় ও খোঁজ মিলেনি এখনো
আশায় ওদের মাস পেরিয়ে বছর হয়, তবুও পূরণ হয় না আশা!
তজুমদ্দিনে ঈদুল আযহার ছুটিতে ক্লিনিকি খোলা ৫টি নরমাল ডেলিভারী করায় স্বাস্থ্যকর্মীরা
বোরহানউদ্দিনে গাড়ীর চাকা ব্লাস্টে মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে চুক্তি করলে জনগণ প্রত্যাখ্যান করবে: ফয়জুল করীম
নিষিদ্ধ জালে চিংড়ির রেণু শিকারের মহোৎসব, অসহায় মৎস্য বিভাগ
তেঁতুলিয়ার তীব্র ভাঙনে ভিটে হারিয়ে দিশাহারা মানুষ
১০০ কিলোমিটার সড়কে খানাখন্দ, দুর্ভোগ
ভোলায় সাংবাদিক জাকিরকে হত্যার হুমকি, ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত
ভোলার সংগঠক ও সমর্থকদের সাথে আপ বাংলাদেশ এর ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত



আর্কাইভ