‘নৌকা তলিয়ে গেছে, মানুষের কাছে আ’লীগ এখন ঘৃণার নাম’: ভোলায় বক্তারা

প্রচ্ছদ » জেলা » ‘নৌকা তলিয়ে গেছে, মানুষের কাছে আ’লীগ এখন ঘৃণার নাম’: ভোলায় বক্তারা
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪



---

এম শাহরিয়ার ঝিলন ॥

নৌকা তলিয়ে গেছে, মানুষের কাছে আ’লীগ এখন ঘৃণার নাম মন্তব্য করে ভোলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভায় বক্তারা বলেছেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। অন্যায়, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে মামলা, হামলা, নির্যাতন করেছে। দেশের মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন তাদের বিরুদ্ধে ফুসে উঠেছে। ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট, স্বৈরশাসক শেখ হাসিনা ও তার পরিবার দেশ থেকে পালিয়ে গেছে। মানুষ এখন আর আওয়ামী লীগের নাম শুনতে পারে না।’ বুধবার (৪ নভেম্বর) বিকেলে ভোলা জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এক যৌথ কর্মীসভায় বক্তারা এসব কথা বলেন।

ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। প্রধান বক্তার বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সরোয়ার ভুইয়া রুবেল, যুবদলের কেন্দ্রীয় সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, যুবদলের কেন্দ্রীয় সাবেক সদস্য সাইদুর রহমান শামিম, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ, যুগ্ম সম্পাদক নাকিব চৌধুরী প্রমুখ।

---

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দিপু, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন, সদস্য আমানুল্লাহ আমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক নেতারা।

সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, ‘ফ্যাসিস্ট, স্বৈরশাসক শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর এই দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে। গণতন্ত্রকে হত্যা করেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ অতি কষ্টে জীবন যাপন করেছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই দেশকে শাসনের নামে শোষণ করেছে।’

বক্তারা আরো বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যার হাত ধরে বাংলাদেশ উন্নত বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়িয়েছে। আগামীর বাংলাদেশ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই দলকে যারা ভালোবাসেন তারা সুশৃঙ্খলভাবে আগামীর আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে কাজ করবেন।’

দলের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। অনুপ্রবেশকারী দলের মধ্যে প্রবেশ করে বিশৃঙ্খলার চেষ্টা করবে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশৃঙ্খলকারীরা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলে থাকতে পারবে না। মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

এ সময় বক্তারা বলেন, ‘জুলাই-আগস্টের শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের রূহের মাগফেরাত কামনা করছি। আহতদের সুস্থতা কামনা করছি। যারা এই আন্দোলনে সামিল হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বাংলাদেশ সময়: ২:৩৫:২৪   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার বিসিকে নকল চিপস কারখানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান
শিবপুরে নদী ভাঙ্গনরোধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার: ব্রিগেডিয়ার ড. এম সাখাওয়াত হোসেন
ভোলায় ২টি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলিসহ আটক ৬
ভোলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ভোলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে মানববন্ধন
হয়তো আমরা আর বেশি দিন নাই, এই চোরদের আর নির্বাচিত করিয়েন না: নৌ-পরিবহন উপদেষ্টা
ভোলায় ড্রিমল্যান্ড শিশু পার্কের উদ্বোধন
এখন আর সেই স্বৈরাচারী সরকারের সময় নেই: ভোলায় নৌ-পরিবহন উপদেষ্টা



আর্কাইভ