আজকের ভোলা রিপোর্ট ॥
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক আরএমটিপি প্রকল্পের আওতায় মহিষের আইডেন্টিফিকেশন বিষয়ক আইসিটি-ভিত্তিক সমাধানের জন্য ইউনাইটেড সফটওয়্যার সলিউশন এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার, ৪ ডিসেম্বর সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জিজেইউএস-এর পক্ষে নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এবং ইউনাইটেড সফটওয়্যার সলিউশনের পক্ষে সিইও ডা. তাজাম্মুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিজেইউএস-এর পরিচালক (লিগাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বিথী ইসলাম, পরিচালক (মাইক্রো ফিন্যান্স) হুমায়ুন কবির, উপ-পরিচালক ডা. খলিলুর রহমান এবং সহকারী পরিচালক (আইটিওএমআইএস) মোঃ ফোরকান মিয়া, সহকারী পরিচালক ডা. তরুণ কুমার পাল। এছাড়াও ইউনাইটেড সফটওয়্যার সলিউশনের ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন এবং জিজেইউএস-এর অন্যান্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:৩০:৫০ ৮১ বার পঠিত