বোরহানউদ্দিনে ব্যবসায়ীদের ঘরে ফিরতে ভয়, নতুন দুর্বৃত্তের উত্থান!

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে ব্যবসায়ীদের ঘরে ফিরতে ভয়, নতুন দুর্বৃত্তের উত্থান!
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্যবসায়ীদের মধ্যে নতুন আতঙ্ক দৃর্বৃত্ত। ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা। কাউকে লঞ্চ ঘাট থেকে তুলে নিচ্ছে, কাউকে রাতের আধারে বাসায় ফেরার সময় গুরুতর জখম করে লুট করে নিচ্ছে অর্থ-সম্পদ।

মঙ্গলবার রাতে তেমনি এক ঘটনার বাস্তব সাক্ষী হাকিমউদ্দিন বাজারের দীর্ঘদিনের মুদি ব্যবসায়ী আল-আমিন (৩৮)। সে উপজেলার টবগী ইউনিয়নের ব্যবসায়ী মনির আহমেদের ছেলে।

শীতের রাত পৌনে এগারোটায় বাজারের দোকান বন্ধ করে বাসায় ফিরছেন। বাড়ির খুবই কাছেই বড় পুকুরপাড় দুলাল ডাক্তারের বাড়ির কাছে পৌঁছালে পেছন থেকে লোহার রড দিয়ে মাথায় আঘাত হানে চার দুর্বিৃত্ত। মুখোশপরা এই দুর্বিৃত্তরা গুরতর জখম করে চার লক্ষাধিক টাকা ও ব্যবহারিত ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হাসপাতালের বিছানায় গুরতর ক্ষত নিয়ে এমন ভয়াবহ ঘটনার বর্ননা দিচ্ছেন ভুক্তোভোগী আল-আমিন নিজেই।

স্থানীয় ব্যবসায়ী দুলাল ডাক্তার বলেন, রাত আনুমানিক এগারোটার দিকে আমার বাড়ির সামনে কয়েকজনের চিৎকার-চেচামেচি শুনে এগিয়ে আসলে দেখি ব্যবসায়ী আল-আমিনের মাথা বেয়ে রক্ত ঝড়ছে। তার পরিবারের কাছে কল দিলে তারা দ্রুত চলে আসেন। পরবর্তিতে তাকে বোরহানউদিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আল-আমিনের বাবা মনির আহমেদ বলেন, ছেলেকে উদ্ধার করে বোরহানউদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গিয়েছি। তার সময়িক চিকিৎসা শেষে ডাক্তার জানিয়েছেন অবস্থা খুবই গুরুতর। তাই আজ বিকেলে বরিশাল শেরে-বাংলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

মনির আহমেদ বলেন, আমার পাঁচ ছেলে রয়েছে। দুই ছেলে হাকিমউদ্দিন বাজারে ব্যবসা করেন। তার প্রায় এক যুগের বেশি সময় ধরে ব্যবসা করেন। কখনো কারো সঙ্গে ঝগড়া হয়েছে এমন প্রমাণ নেই।’

তিনি বলেন, আমাদের পরিবারও কোন ধরণের রাজনৈতিক স¤পর্ক নেই। গতকাল আমার ছেলে দোকান বন্ধ করে বাসায় আসছে। হঠাৎ সুজুকি মোটরসাইকেল তিনজন রড দিয়ে পেছন থেকে হামলা করে। এ সময় তার কাছে থাকা দুটি ব্যাগের মধ্যে একটি ব্যাগ ও দুটি মোবাইল নিয়ে যায়। ঐ ব্যাগের প্রায় চার লক্ষাধিক টাকা ছিল।

তিনি আরও বলেন, ছেলের সঙ্গে বেশি টাকা থাকার কারণ বাজারের সবচেয়ে বড় মুদি দোকান এছাড়া বিকাশ, নগদ ও রকেটের বিজনেস থাকায় নিয়োমিত কয়েক লাখ টাকার লেনদেন হয়। আমি দাবি জানাচ্ছি প্রশাসন দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসবে।

স্থানীয় দোকান ব্যবসায়ী মাহফুজ বলেন, ব্যবসায়ী আল-আমিনকে হামলা করে তিনজনের একটি মোটরসাইকেল নায়েব বাড়ির রাস্তা দিয়ে পশ্চিম দিকে চলে গেছে। রাতে কয়েকবার এমন রঙের গাড়িটি টহল দিয়েছিল। তাদের মুখে মাস্ক থাকায় চেনা যায়নি বলেও জানান. অত্র এলাকার আরেকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করা শর্তে বলেন, দুইদিন আগেও হাকিমউদ্দিন লঞ্চ টার্মিনালের কাছে লঞ্চ থেকে নামার পর এক যাত্রীকে হামলা করেন। চার পাঁচ জনের কয়েকজন দৃর্বৃত্ত মুখ বাঁধা অবস্থায় তাকে হামলা করে এক লক্ষ্য টাকা ছিনিয়ে নেয়। পরে পরিচয় জানতে পেরে টাকা ফিরত দিতে বাধ্য হন বলে জানান।

এদিকে একই রাতে মোরশেদ নামের এক দরিদ্র কৃষকের একটি গরু নিয়ে যান দূর্বৃত্তরা। যার কারণে কৃষক থেকে শুরু করে জেলেরাও আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন এলাকার ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দা হেলাল নামে দোকান ব্যবসায়ীরা বলেন, একের পর এক এমন ঘটনা ঘটেই যাচ্ছে আমরা ব্যবসায়ীরা খুব আতংকে দিন কাটছি। কে বা কারা বাড়ি ফেরার পথে আমাদের গতিরোধ করে টাকা ছিনিয়ে নিয়ে যায় আমরা সেই আতঙ্কের মধ্যে দিন পার করাছি।

মাদ্রাসা শিক্ষক মোঃ নোমান বলেন, এভাবে প্রতিনিয়ত আইন শৃংখলা অবনতি হতে থাকলে আইনের প্রতি সাধারণ মানুষ শ্রদ্ধা ও আস্থা হাড়িয়ে ফেলবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, নতুন অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করতে গুপ্ত হামলা

কারা করছে প্রশাসন কঠোর হওয়া দরকার। এ সমস্ত দুর্বৃত্তদের খুঁজে বের করা দরকার।

হাকিমউদ্দিন দূরের কথা বোরহানউদ্দিন উপজেলায় গত কয়েক বছরে এরকম ঘটনার উদাহরণ নেই। কেন হঠাৎ এসমস্ত কর্মকান্ড ঘটে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এই বিষয় বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, এই বিষয় আজ বুধবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২:২৫:৩৪   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলার বিসিকে নকল চিপস কারখানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান
মনপুরায় চুরির মাল ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
তজুমদ্দিনের ১০ মামলার আসামি কুখ্যাত ডাকাত আব্বাস গ্রেপ্তার
টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে প্রবাসীর স্ত্রী বাপের বাড়ি
বোরহানউদ্দিনে প্রধান শিক্ষকের অনিয়ম আর দুর্নীতির বিস্তর অভিযোগ
ভোলায় ২টি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলিসহ আটক ৬
বোরাহানউদ্দিনে চাঁদা বাজিতে বাধা দেওয়ায় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পশ্চিম ইলিশায় বশতঘর ভাংচুর অগ্নিসংযোগ
ভোলায় গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের উপর হামলা আহত ৩, আটক-২
মেঘনার জলদস্যু আলতু মাতাব্বরের বিরুদ্ধে রাজাপুরের চর রামমোহন দখল চেষ্টা ও কৃষকদের মারধরের অভিযোগ



আর্কাইভ