স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ রায়হান জামিল শুভ (২৬) নামের এক সন্ত্রাসীকে আটক কোস্টগার্ড। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাতে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে করা এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।
এ সময় তিনি জানান, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভ এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম, চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন ১৩নং দিঘলদী ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, আটটি দেশীয় অস্ত্র (রামদা), একটি চাইনিজ ছুরি এবং ছয়টি স্টীল এর পাইপসহ সন্ত্রাসী মোঃ রায়হান জামিল শুভকে আটক করা হয়।
তিনি আরও বলেন,জব্দকৃত অস্ত্র ও সকল আলামতসহ আটক সন্ত্রাসীদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকা- দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।
বাংলাদেশ সময়: ১:৫৫:৫৯ ১৯৫ বার পঠিত