ভোলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

“অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২৪। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সারে ৯টায় বের হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। প্রায় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবক এবং সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত র‌্যালিটি ভোলা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজিত দিবসের র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভার সভাপতি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরী কাজে ব্যস্ত থাকায় তার অনুপস্থিতিতে সভাপতির বক্তব্য প্রদান করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনজুর হোসেন। জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মোঃ গোলাম কবিওরর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল ও দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে এনডিসি সামছুজ্জামান, সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোকাদ্দেস আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার মিরাজ আহমেদ ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক কবির হোসেন সহ আয়োজক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ৩৩ তম দিবসটির সভায় বক্তারা সকলেই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সরকার প্রদত্ব সুবিধাগুলো বাস্তবায়নের ওপর গুরাত্বারোপ করেন। সভা শেষে দুজন প্রতিবন্ধীকে দুটি ট্রাই সাইকেল এবং অন্য দুজনকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয় জেলা সমাজসেবা ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের তরফ থেকে।

বাংলাদেশ সময়: ১:৫৫:১৫   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার বিসিকে নকল চিপস কারখানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান
শিবপুরে নদী ভাঙ্গনরোধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার: ব্রিগেডিয়ার ড. এম সাখাওয়াত হোসেন
ভোলায় ২টি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলিসহ আটক ৬
ভোলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ভোলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে মানববন্ধন
হয়তো আমরা আর বেশি দিন নাই, এই চোরদের আর নির্বাচিত করিয়েন না: নৌ-পরিবহন উপদেষ্টা
ভোলায় ড্রিমল্যান্ড শিশু পার্কের উদ্বোধন
এখন আর সেই স্বৈরাচারী সরকারের সময় নেই: ভোলায় নৌ-পরিবহন উপদেষ্টা



আর্কাইভ