চরফ্যাশনে বিএনপির নেতার বিরুদ্ধে চাদাঁবাজি ও জোড়পূর্বক গাছ কাটার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে বিএনপির নেতার বিরুদ্ধে চাদাঁবাজি ও জোড়পূর্বক গাছ কাটার অভিযোগ
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



---

খলিল উদ্দিন ফরিদ ॥

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে চাঁদাবাজি, অন্যের জমি দখল, ভিটা দখল ও জোর পূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক মহিউদ্দিন মাস্টারের বিরুদ্ধে। গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর মহিউদ্দিন মাস্টার যেন বেপরোয়া।তার বিরুদ্ধে একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো ফল পাননি ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, তিনি গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চেয়ারম্যান হাটবাজারে তার আপন ভাই আবদুল খালেক হাওলাদার, ভাগিনা আবু বকর ছিদ্দিক, ভাতিজা জুয়েল হাওলাদার ও আযাদ হাওলাদারের ১০টি ভিটাসহ ঘর ও জমি দখল করে নেয়। তার দখলকৃত ভিটা ও ঘরের মধ্যে ৮টি সে নিজে এবং বাকী দুটি আবুবকর ছিদ্দিকের ভাগিনা মাহাবুব ও জসিমকে দিয়ে দখল করায় বলে অভিযোগ রয়েছে।মহিউদ্দিন মাস্টার এখানেই খান্ত হয়নি।চালিয়ে যাচ্ছেন রাম রাজত্ব।

মহিউদ্দিন মাস্টারের ভাগিনা ভুক্তভোগী আবু বকর ছিদ্দিক বলেন, আমার মামা মহিউদ্দিন মাস্টারের ছোট ভাই নুরনবী হাওলাদার এর কাছ থেকে আমার কেনা চেয়ারম্যান বাজারের ১৩ শতাংশ জমির ওপর ৫টি ভিটা ও হাজারীগঞ্জ ৮ নং ওয়ার্ডে ৩০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়েছে।

তিনি আরো বলেন, তার এই দখলের বিরুদ্ধে আমি স্থানীয় ও উপজেলা বিএনপি নেতাদের দ্বারস্থ হই, তারা তাকে এই ব্যাপারে সতর্ক করলেও তিনি আছেন বহাল তবিয়তে, কারো কথাই কর্ণপাত করছে না।

মহিউদ্দিন মাস্টার বিভিন্ন মাধ্যমে আমার কাছ থেকে সরকার পরিবর্তনের পর চাঁদা দাবি করে আসছেন।চাঁদা না দেয়ার কারনে মঙঙ্গলবার ০৩/১২/২৪ তারিখ সকাল বেলা স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে আমার বসত বাড়ির যায়গা থেকে কয়েকটি কাছ কাটে।আমি তাৎক্ষনিক শশীভূষণ থানায় অভিযোগ করে আইনের আশ্রয় নিলে সন্ত্রাসীরা দ্রুত গাছ রেখে পালায়ন করে।

চাদাঁবাজি ও জোড় পূর্বক গাছ কাটার অভিযোগের বিষয়টি নিয়ে মহিউদ্দিন মাস্টার এর আপন ভাই নুরনবী হাওলাদার বলেন, আমার ভাগিনা আবু বকর ছিদ্দিকের কাছে আমি জমি বিক্রি করেছি, সে ৩-৪ বছর দখলে আছে, এখন শুনছি আমার ভাই মহিউদ্দিন মাস্টার ছিদ্দিকের জমি দখলে নিয়েছে এবং লোকজন নিয়ে জোড় পূর্বক তাদের পুরাতন বাড়ির দড়জার পথ থেকে গাছ কেটেছে।

মুটোফোনে সাংবাদিক পরিচয়ে মহিউদ্দিন মাস্টারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। আবার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘ভুক্তভুগি থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি ফোর্স পাঠিয়ে গাছ কাটা বন্ধ রেখেছি।উভয় পক্ষকে থানায় বসার জন্য অনুরোধ করেছি।

বাংলাদেশ সময়: ১:৫১:৩৩   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলার বিসিকে নকল চিপস কারখানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান
মনপুরায় চুরির মাল ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
তজুমদ্দিনের ১০ মামলার আসামি কুখ্যাত ডাকাত আব্বাস গ্রেপ্তার
টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে প্রবাসীর স্ত্রী বাপের বাড়ি
বোরহানউদ্দিনে প্রধান শিক্ষকের অনিয়ম আর দুর্নীতির বিস্তর অভিযোগ
ভোলায় ২টি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলিসহ আটক ৬
বোরাহানউদ্দিনে চাঁদা বাজিতে বাধা দেওয়ায় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পশ্চিম ইলিশায় বশতঘর ভাংচুর অগ্নিসংযোগ
ভোলায় গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের উপর হামলা আহত ৩, আটক-২
মেঘনার জলদস্যু আলতু মাতাব্বরের বিরুদ্ধে রাজাপুরের চর রামমোহন দখল চেষ্টা ও কৃষকদের মারধরের অভিযোগ



আর্কাইভ