স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক আলহাজ্ব মো. ইউনুছকে পল্টন থানা পুলিশ আটক করেছে। বৃহ¯পতিবার রাতে পল্টন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভোলা থানার ওসি ও গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র জানায়, মো. ইউনুছের নামে ভোলায় কোনো মামলা ছিল না। তবে ঢাকায় দায়ের করা মামলার চিহ্নিত নয়, অজ্ঞাত আসামি হিসেবে আটকের পর দেখানো হয় বলে পুলিশ সূত্র জানায়।
ইউনুছের ভাইয়ের ছেলে মো. মনির জানান, এলাকায় তিনবার উপজেলা ভাইস চেয়ারম্যান ও এ বছর তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে স্থানীয় বিএনপি তাকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে ভোট দেয়। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলা প্রশাসকের উন্নয়ন সভায় ছাত্রদের পক্ষে কথা বলেন মো. ইউনুছ। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেড় মাস ভোলায় ছিলেন। চিকিৎসাজনিত কারণে এক মাস ধরে তিনি ঢাকায় মেয়ের ভাড়া বাসায় ছিলেন।
বাংলাদেশ সময়: ২:০২:৪০ ১৬৫ বার পঠিত