খেলাফত পদ্ধতির সরকার কায়েম হলে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে: ভোলায় মাও: হাবিবুল্লাহ মিয়াজি

প্রচ্ছদ » ইসলাম » খেলাফত পদ্ধতির সরকার কায়েম হলে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে: ভোলায় মাও: হাবিবুল্লাহ মিয়াজি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেছেন, খেলাফত পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত হলে দেশের সর্ব শ্রেণীর মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে। ভোলায় যে গ্যাসের সন্ধান পাওয়া গেছে তা আল্লাহ তাআলার মহা নেয়ামত। এই নেয়ামতের সঠিক ব্যবহার করতে হবে। গ্যাস সরবরাহে ভোলাবাসীকে অগ্রাধিকার দিতে হবে। সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ খেলাফত আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে ভোলা সদর বাংলা স্কুল মাঠে ভাষানী মঞ্চে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আগে আদর্শ মানুষ তৈরি করতে হবে। আর এ লক্ষ্যে কোরআনের শিক্ষা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা ও যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ ও অপরাধমূলক কাজ কঠোরভাবে দমন করতে হবে। তখন ইনসাফ ও শান্তির রাষ্ট্র কায়েম হবে।

মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, বাংলাদেশের জনগণ বিভিন্ন দলের শাসন দেখেছে তারা দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি, দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি, খেলাফত পদ্ধতির সরকার গঠন করা হলে এদেশে তাদের ন্যায্য অধিকার পাবে।

---

দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ভোলা জেলা আমীর মাওলানা আবদুর রহমান খান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওঃ সিব্বির আহমেদ উজানী।

জেলা প্রচার সম্পাদক মোঃ শাহীন আলম ও মাওলানা হেমায়েত উল্লাহর যৌথ উপস্থাপনায় অন্যান্যদের বক্তব্য রাখেন মাওঃ সৈয়দ মাহবুবুর রহমান ওসমানী পীর সাহেব পাতাবুনিয়া, মাওঃ মুহিব্বুল্লাহ মাদানী পীর সাহেব বাটামারা, জেলা হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মিজানুর রহমান আজাদী, মাওঃ শফি উদ্দিন, হাফেজ মাওঃ মামুনুর রশিদ, মাওঃ আবদুল মালেক, মুফতী নাইম আল হাসান, মুফতী সাখাওয়াত আমিন, মাওঃ আবদুস শহীদ, মাওঃ জিয়াউর রহমান ফারুকী, মাওঃ রহমাতুল্লাহ।

উপস্থিত ছিলেন, মাওঃ তৈয়বুর রহমান কাসেমী, মাওঃ হাবিবুল্লাহ তাহেরী, মাওঃ সাইফুর রহমান, মুফতী আঃ হান্নান, মুফতী ইলিয়াস, মাওঃ আব্দুল্লাহ ওসমানী, মাওঃ ইব্রাহীম ওসমানী, হাফেজ হাসনাইন, মাওঃ কামাল উদ্দিন কাসেমী, মাওঃ কামাল উদ্দিন, মাওঃ আঃ সাত্তার, মাওঃ নাজিম উদ্দিন, মুফতী মহিউদ্দীন মোঃ কামাল হোসেন, মোঃ লোকমান হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:৪৩:২৯   ৩০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু
প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে অন্তবর্তীকলীন সরকার জনপ্রত্যাশার সাথে প্রতারণা করেছেন: ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর
ভোলায় পীর মাশায়েক ও ওলী আওলিয়াদের অংশগ্রহনে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন
মসজিদের ব্যাংক হিসাবে জমা আড়াই কোটি



আর্কাইভ