আজকের ভোলা রিপোর্ট ॥
দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি অর্থায়নে রূপান্তর এর আয়োজনে ভোলাতে লিগ্যাল এইড সেবাগ্রহিতাদের সাথে ত্রৈমাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা লিগ্যাল এইড সভাকক্ষ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় পরামর্শ সভা শুরু হয়।
ভোলা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ খালিদ মোহাম্মদ সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত আইন সহায়তা একটিভিটি এর জেলা সমন্বয়কারী কে.এম. জাহিদ হোসেন, উপজেলা প্রজেক্ট অফিসার রুকু আক্তার প্রমুখ।
দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি অর্থায়নে রূপান্তর বাস্তবায়িত আইন সহায়তা লিগ্যাল এইড সেবাগ্রহিতাদের বিভিন্ন পরামর্শ প্রসঙ্গে ধারণা প্রদানসহ দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করা হয়। এসময় ৩০টি পরিবারকে আইনী পরামর্শ সেবা প্রদান করেন ভোলা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ এসএমজেলা লিগ্যাল এইড অফিসার জনাব খালিদ মোহাম্মদ সাব্বির।
বাংলাদেশ সময়: ১২:৪০:৫৩ ১২৪ বার পঠিত