ভোলায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলে বয়স ভিত্তিক অনুর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। সোমবার (১৮ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলা পুকুরে এই প্রতিযোগাতা অনুষ্ঠিত হয়। এতে ভোলা সদর উপজেলার ৬টি স্কুলের ৪টি ইভেন্টে অর্ধশতাধিক শিক্ষার্থী এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। ভোলা জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করেন। এই প্রতিযোগিতায় বাছাইকৃত সাঁতারুদের নিয়ে পরে ভোলা জেলা ক্রীড়া অফিস মাসব্যাপী সাঁতার প্রশিক্ষনের আয়োজন করবেন বলে জনান। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল।

ভোলা জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে, এর রব স্কুলের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তরা বলেন, সুস্থ দেহ সন্দুর সতেজ মন পেতে হলে সাঁতার এর বিকল্প নেই। একজন মানুষ সাঁতার জানা থাকলে যেমন পানিতে ডুবার হাত যেমন জীবনকে রক্ষা করতে পারবে। তেমনি প্রতিদিন নিয়মিত সাঁতার অনুশেলন করলে স্বাস্থ্য ভালো থাকবে।

---

তৃর্ণমূল পর্যায়ের এমন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে সাঁতারু বের হয়ে আসবে বলে মনে করেন। আর সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সাঁতার শিখার আগ্রহ বাড়বে। প্রতিযোগিতা শিক্ষার্থীরা ফ্রি স্টাইল সাঁতার, মুক্ত সাঁতার, ডুব সাঁতার ও প্রজাপতি সাঁতার নামে চারটি ইভেন্ট ছিল।

বাংলাদেশ সময়: ২:৫৩:১৬   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
ভোলায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ঘরের মাঠের বিপিএল হার দিয়ে শেষ সিলেটের
সুপার কাপ বার্সেলোনার, বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উদ্বোধন
ভোলায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
দৌলতখানে অনুর্ধ্ব-১৫ ছাত্রদের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার জয়
গ্লোবাল সুপার লিগ: তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে জয় পেল গায়ানা
বোরহানউদ্দিনে আন্তঃস্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরন



আর্কাইভ