স্টাফ রিপোর্টার ॥
ভোলার বাপ্তা যুব তাফসীর কমিটির উদ্যােেগ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ভোলা পৌর আবহওয়া অফিস রোডস্থ তানযীমুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল-আমিন হাবির ৯ই নভেম্বর বাপ্তা পরিষদ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় স্থান অর্জনকারী আবিরকে পুরুস্কার তুলে দিয়েছেন, হাকিমুন নাফস আল্লামা মুস্তাকুন্নবী কাসেমী দাঃ মাঃ।
তানযীমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম বলেন, আব্দুল্লাহ প্লে ক্লাস থেকেই অত্র মাদ্রাসার ছাত্র। আব্দুল্লাহকে আল্লাহ তায়ালা হক্কানী আলেম হিসেবে কবুল করুক এ জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭:৩৮:০৩ ১২৩ বার পঠিত