আমরা আর কোন চোর-ডাকাত কে ক্ষমতায় দেখতে চাই না: ভোলায় অধ্যাপক আশ্রাফ আলী আকন

প্রচ্ছদ » ইসলাম » আমরা আর কোন চোর-ডাকাত কে ক্ষমতায় দেখতে চাই না: ভোলায় অধ্যাপক আশ্রাফ আলী আকন
রবিবার, ১০ নভেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাফ আলী আকন বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যূত্থানের মাধ্যমে যে বাংলাদেশ তৈরি হয়েছে। এ বাংলাদেশে আর কোন চোর-ডাকাত কে ক্ষমতায় দেখতে চাই না, এবং আসতে দেওয়া হবে না।

কনিবার (৯ নভেম্বর) বিকালে পূর্ব ইলিশা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে নিজাম উদ্দিন স্কুল মাঠে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে তিনি আরো বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ইসলামী আন্দোলনে কোন চোর নেই, ডাকাত নেই। একটি শান্তির দল এবং সৎ নেতা পীর সাহেব চরমোনাই।

তিনি অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, গত তিন মাসে আপনিসহ অন্য উপদেষ্টাদের কোন বদনাম বের হয়নি। আশা করি এ দ্বারা অব্যাহত রাখবেন। আর যদি কথা রাখতে না পারেন, তাহলে ছাত্র-জনতা আপনাদের বিপক্ষে চলে যাবে।

---

আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই তারা মানুষের বাক-স্বাধীনতা হরণ করেছে। ভোটারধিকার হরণ করেছে। গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে বলেও জানান আশ্রাফ আলী আকন।

কেন্দ্রীয় এই সিনিয়র নেতা বলেন, এ দেশের জনগণ কে ধন্যবাদ জানাই তারা যাদের যোগ্য মনে করে তাদের ক্ষমতায় বসায়, যাদের ঘৃণা করে তাদের চৌদ্দ হাত মাটির নিচে ডুবিয়ে দেয়। এ দেশের নেতারা খারাপ, জনগণ ভাল।

গণসমাবেশে প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা বলেন, গত আওয়ামী লীগের আমলে ভোলায় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। ভোলাবাসীর স্বপ্ন ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন হয়নি ভোলার দীর্ঘ বছরের শাসক গোষ্ঠীর জন্য।

ভোলা সদর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা আরো বলেন, ভোলা-বরিশাল সেতু তালিকায় ৪ নাম্বারে থাকলেও বাস্তবায়ন হয়নি। শুধু আমাদের রাজনৈতিক নেতারা কে কি দায়িত্ব নিবেন, কে বালু দিবেন এসব ব্যক্তি স্বার্থের জন্য।

ওবায়েদ বিন মোস্তফা বলেন, ভোলার গ্যাস চলে যাচ্ছে কিন্তু সেতু হচ্ছে না। এ সেতু বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে।

---

পূর্ব ইলিশা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মাদ আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা (উত্তর) সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদদান।

পূর্ব ইলিশা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায়, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের ভোলা জেলার সভাপতি ও পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোর্শেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২:৪৪:২১   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


এবার ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে ইসলামী দলগুলো: মামুনুল হক
ভোলায় ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় পুরস্কৃত হলেন ১৬ মুসুল্লী
ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
‘ইসলামী গণবিপ্লবের লক্ষ্যে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে’: ড. ঈসা শাহেদী
সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
গত ৫৩ বছরে ক্ষমতাসীন কোনো দলই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে নাই: ভোলায় মুফতি ফয়জুল করিম
খেলাফত পদ্ধতির সরকার কায়েম হলে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে: ভোলায় মাও: হাবিবুল্লাহ মিয়াজি
কোরআন-সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই’
পরিক্ষিত চোরের কাছ থেকে সুশাসন আশা করা বোকামি: ভোলায় গণসমাবেশে মুফতি ফয়জুল করিম
ভোলায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন তানযীমুল কোরআন মাদ্রাসার আবদুল্লাহ



আর্কাইভ