মোঃ আবির হোসাইন, দৌলতখান।।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দৌলতখানে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি র্যালি বের হয়ে দৌলতখান বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়। এরপর ৭ নভেম্বর জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসনে তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশির কমিশনার, সাধারন সম্পাদক গোলাম আজম পলিন, থানা বিএনপির যুগ্ম সধারন সম্পাদক ফখরুল আলম টপি, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্রি, সহ- সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কাজী কামাল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাসিন রাশেদ, উপজেল যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন ও সাধারণ সম্পাদক আবু হেনা রিয়াজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিরুল ইসলাম জহির, পৌরসভা যুবদলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক সঞ্জীব মৃধা, সাধারণ সম্পাদক সোহান হাওলাদার ও সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব পন্ডিত, উপজেলা ছাত্রদল নেতা নাজিম উদ্দীন আবির, উপজেলা শ্রমিকদল, কৃষকদল ও মৎস্যজীবিদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ১:০২:০৭ ৮৩ বার পঠিত