‘খুব সম্ভবত’ ট্রাম্পই হচ্ছেন নতুন প্রেসিডেন্ট

প্রচ্ছদ » আন্তর্জাতিক » ‘খুব সম্ভবত’ ট্রাম্পই হচ্ছেন নতুন প্রেসিডেন্ট
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



---

অনলাইন ডেস্ক।।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্যভিত্তিক ফলাফল ঘোষণা করছে। আসছে একাধিক গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল। ফলাফলে ট্রাম্পের দিকেই বইছে জয়ের সুবাতাস।

এরই মাঝে ইলেকটোরাল কলেজের ভোটে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প এ নির্বাচনে জিততে যাচ্ছেন বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

পত্রিকাটির পূর্বাভাস বলছে, ৯৫ শতাংশ জয়ের সম্ভাবনা এখন ডোনাল্ড ট্রাম্পের। এ নির্বাচনে শেষ পর্যন্ত ৩০১টি ইলেকটোরাল ভোট পাবেন রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে তার মূল প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস পাবেন ২৩৮টি ভোট।

যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের কোনগুলোতে ডেমোক্রেট পার্টি জিতবে আর কোনগুলোতে রিপাবলিকান পার্টি জিতবে তা আগেভাগেই বলে দেওয়া যায়। তবে এক্ষেত্রে ব্যতিক্রম পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন ও নেভাডা— এই সাতটি অঙ্গরাজ্য। এই ৭ অঙ্গরাজ্যে যে জিতবে তা বলা কঠিন। মূলত এই রাজ্যগুলোই দোদুল্যমান রাজ্য বলে বিবেচিত। এই রাজ্যগুলোর ফলাফলই বলে দেয় কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যটি জিতে জর্জিয়াকে রিপাবলিকান ঘাঁটিতে পরিণত করলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে নর্থ ক্যারোলিনার ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন তিনি।

দেশটির অন্যান্য সুইং স্টেটগুলো পর্যবেক্ষণ করে এমন সম্ভাবনার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

বুথফেরত জরিপ অনুযায়ী, পেনসিলভানিয়াতে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

ফক্স নিউজও বলছে, পেনসিলভানিয়াতে জিততে চলেছেন ট্রাম্প।

পেনসিলভানিয়ার ফলাফল যে ট্রাম্পের পক্ষেই আসবে এমন পূর্বাভাস ট্রাম্প নিজেও দিয়েছিলেন। তিনি এও বলেছিলেন, এই রাজ্যটিতে জিতলে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

তবে সুইং স্টেটগুলো নিয়ে এখনও কোনো পূর্বাভাস দেয়নি বেসরকারি সংস্থাগুলো। আর ভোটগণনা এখনও শেষ হয়নি। ফলে, এই ৫টি রাজ্য কার ভাগ্যে যাচ্ছে, সেটা এখন দেখার পালা।

জরিপ বলছে, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোটই জিততে চলেছেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১৪:১৭:১৮   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুদ্ধবিরতি কার্যকর, বিরোধিতায় ইসরায়েলের ৩ মন্ত্রীর পদত্যাগ
যুদ্ধবিরতির পর গাজায় হামলার অধিকার ইসরাইলের আছে: নেতানিয়াহু
নাইজেরিয়ায় পেট্রোলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার
গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার
সুদানের গোলাবর্ষণে নিহত ১২০
পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬
সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ: যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছেই, ২৪ ঘণ্টায় ঝরল ৭১ প্রাণ
৬ ঘণ্টার নাটকীয়তা শেষে অভিশংসিত প্রেসিডেন্ট ইওলকে গ্রেপ্তার অভিযান স্থগিত



আর্কাইভ