ভোলায় শীর্ষ সন্ত্রাসী বেলায়েতসহ ৪ জন আটক, এলাকায় স্বস্তি

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় শীর্ষ সন্ত্রাসী বেলায়েতসহ ৪ জন আটক, এলাকায় স্বস্তি
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী বেলায়েতসহ তার দলের সক্রিয় ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। এ খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন ওই এলাকার বাসিন্দারা। সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে কোষ্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশ যৌথ একটি অভিযানে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, বাপ্তা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী হোসেনের ছেলে শীর্ষ সন্ত্রাসী বেলায়েত হোসেন ওরফে বেলু, রফিজল হকের ছেলে শেখ ফরিদ ও কামাল হোসেন এবং কামাল হোসেনের ছেলে মো. আল-আমীন। শেখ ফরিদ ও কামাল আপন দুই ভাই এবং আল-আমীন কামালের ছেলে।

কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোষ্টগার্ড দক্ষিণ জোন এবং পুলিশ সোমবার মধ্যরাতে বাপ্তা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. বেলায়েত ও তার দলের সক্রিয় ৪ সদস্যকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি তাজা কার্তুজ এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

বেলায়েত একজন পেশাদার সন্ত্রাসী উল্লেখ করে কোষ্টগার্ড জানায়, তার বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি হত্যা মামলাসহ একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। এলাকায় সে এবং তার দলের সদস্যরা চাঁদাবাজি এবং জমি দখলসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। সবসময় সে এলাকায় ত্রাস সৃষ্টি করত। একাধিক অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী তাদেরকে আটক করে।

এদিকে, বেলায়েতকে আটকের খবরে বাপ্তা ইউনিয়নের বাসিন্দারা স্বস্তির নিশ্বাস ফেলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের আটকের ছবি ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্যের ঘরে যৌথবাহিনী সফল অভিযান করেছে উল্লেখ করে, বাহিনীটির প্রশংসা করেন এবং বেলায়েতের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১:০১:৩৭   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


কুখ্যাত ডাকাত শামসু আটক
নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, শশুড়বাড়ি থেকে ভন্ড হারুন গ্রেফতার
বোরহানউদ্দিনে ব্যবসায়ীদের ঘরে ফিরতে ভয়, নতুন দুর্বৃত্তের উত্থান!
ভোলার মেঘনায় অবৈধ জাল সরাতে গিয়ে হামলার শিকার মৎস্য অফিসের ৫ জন
ভোলায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
চরফ্যাশনে বিএনপির নেতার বিরুদ্ধে চাদাঁবাজি ও জোড়পূর্বক গাছ কাটার অভিযোগ
চরফ্যাশন ওসমানগঞ্জ কাশেম বাহিনীর উৎপাত এখনো থামেনি
ভোলায় অতিদরীদ্র পরিবারের বেকার সদস্যদের প্রশিক্ষণ শেষে টুলস ও সার্টিফিকেট বিতরন
ভোলায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে অসহায় রোগীর স্বজনরা
ভোলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুছ আটক



আর্কাইভ