স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভোলা শহরের কাচা বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার (৩ নভেম্বর) দিনব্যাপী চলা মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ। ভোলা সদর মডেল থানার একদল পুলিশ সদস্য ও বেসরকারি সংস্থা ভোলা ইয়ূথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সদস্যবৃন্দের সহযোগিতায় চলা মোবাইল কোর্ট নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রির অপরাধে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৪ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন এবং ১টি প্রতিষ্ঠানে মালিক না পাওয়ায় জনতার সামনে তালা ভেঙে ২৭৫ (দুই শত পঁচাত্তর) কেজি পলিথিন জব্দ করেন। অপরাধে জড়িত দোকানগুলো হলো মেসার্স বন্ধন ট্রেডার্স, প্রোঃ আঃ মালেক, খালপাড় রোড, সদর, ভোলা এবং হাজী ট্রেডার্স, প্রোঃ আঃ হাই, পুরাতন কশাই পট্টি, সদর, ভোলা, মেসার্স শামীম স্টোর, প্রোঃ মোঃ শামীম, পুরাতন কশাই পট্টি, সদর, ভোলা-কে উপস্থিত না পাওয়ায় উপস্থিত জনতার সামনে দোকানের তালা ভেঙে দোকান থেকে ২৭৫ (দুশত পঁচাত্তর) কেজি পলিথিন জব্দ এবং দোকানটিকে সিলগালা করা হয়।
অন্যদিকে, প্রথম দোকান থেকে ৫০০ গ্রাম এবং দ্বিতীয় দোকান থেকে ৪ কেজি পলিথিন জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া বলেন, ‘এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে’।
বাংলাদেশ সময়: ১৭:০৮:৫৪ ৯৯ বার পঠিত