আল আমিন।।
মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রহ. খানকার পীর ময়দানে বীর” এই উপাধিতে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন বাংলাদেশের জনসাধারণের মাঝে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি শোয়াইব আহমেদ ফরিদ এর সভাপতিত্বে শায়েখ মাওলানা সৈয়দ ফজলুল করিম (রহ.) এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা ও তৃর্ণমুল সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি যুব নেতা মাওলানা নেছার উদ্দিন। এসব কথাগুলো বলেন।
এসময় তিনি আরও বলেন, গতানুগতিক নিয়মের খানকায় আরাম আয়েসে বসে তিনি শুধু ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেননি। ইসলাম, দেশ এবং মানুষের যেকোনো প্রয়োজনে তিনি রাজপথে গর্জে উঠেছিলেন। বিপ্লবী মানুষদের নেতৃত্ব দিয়েছেন আপোসহীন ভুমিকায় থেকে। আমরণ রাজনৈতিক অঙ্গনে বিচরণ করলেও লোভ, লালসা আর অপরাজনীতি স্পর্শ করতে পারেনি তাকে। তিনি ছিলেন, আজীবন সংগ্রামী একজন মানুষ গড়ার কারিগর।
প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগীয়) মাওলানা মুহাম্মদ আল-আমিন বলেন, মানুষ আজ দিশাহারা এর মধ্যেও সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারে নাই। মরহুম পীর সাহেব একজন আপসহীন সংগ্রামী মানুষ ছিলেন, তিনি কখনই বাতিলের সাথে আপোস করেন নাই, তার রেখে যাওয়া মিশনগুলো আজ সমাজে আলো ছড়াচ্ছে।
জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা আবুল হাসান রায়হান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমিন, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আনোয়ার, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ আবু জাফর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানা শাখার সভাপতি মুহাম্মদ সালাউদ্দিন পাটোয়ারী, দৌলতখান থানা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসেন, বোরহানউদ্দিন থানা শাখার সভাপতি মাওলানা আবু আক্কাস সহ থানা ও ইউনিয়ন শাখার প্রমূখ নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৯:৪৫:১৫ ১৭৯ বার পঠিত