ঘূর্ণীঝড় ‘ডানা’ আতংকে মনপুরা উপকূলের দেড় লাখ বাসিন্দা

প্রচ্ছদ » জেলা » ঘূর্ণীঝড় ‘ডানা’ আতংকে মনপুরা উপকূলের দেড় লাখ বাসিন্দা
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪



---

আবদুল্লাহ জুয়েল, মনপুরা ॥

ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা উপকূলের ৯ কিলোমিটার বেড়ীবাঁধ বিধ্বস্ত অবস্থায় রয়েছে। গত ৫ মাসে আগে ঘূর্ণীঝড় রেমালের আঘাতে বিধ্বস্ত হয় ওই বেড়ীবাঁধ। কিন্তু আজও ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ সম্পূর্ণরুপে সংস্কার করেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর মধ্যে উপজেলা শহর রক্ষা বাঁধটি পুরোপুরি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অদক্ষতা ও গাফিলতিকে দায়ী করে স্থানীয় বাসিন্দারা জানান, যে কোন সময় বিধ্বস্ত শহর রক্ষা বাঁধ ও ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে পানি প্রবেশ করে ভেসে যেতে পারে পুরো উপজেলা। এতে আসন্ন ঘূর্ণীঝড় ‘ডানা’কে কেন্দ্র করে আতংকিত হয়ে পড়েছে পুরো উপকূলের দেড় লাখ বাসিন্দারা।

আবহাওয়া অফিসের তথ্য মতে, পূর্বের ঘূর্ণীঝড় থেকে শক্তিশালী হতে পারে “ডানা” এমন আশংকা করছেন আবহাওয়াবিদরা। এতিমধ্যে এটি লঘুচাপ থেকে নি¤œচাপে পরিণত হয়েছে। এদিকে মঙ্গলবার চট্রগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলেছে আবহাওয়াবিদ। ঘূর্ণীঝড়টি বুধবার ও বৃহস্পতিবার আরও ভয়ংকর রুপ ধারন করে উপকূল অতিক্রম করতে পারে। এতে আরও বেশি আতংকিত হয়ে পড়েছে মনপুরা উপকূলের বাসিন্দারা।

স্থানীয়রা জানান, ভাঙ্গা বেড়ীবাঁধ ও শহর রক্ষা বাঁধ মেরামত না করায় ঘূর্ণীঝড় ‘ডানা’র প্রবাহে জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে পুরো উপজেলা প্লাবিত হতে পারে। এতে জোয়ারের পানিতে তলিয়ে যাবে উপজেলা পরিষদ, হাসপাতাল, স্কুল, কলেজ, থানা ও বিদ্যুৎ অফিসসহ হাট-বাজার। এতে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটতে পারে আশংকা করছেন স্থানীয়রা। তাই দ্রুত বেড়ীবাঁধ সংস্কারসহ শহর রক্ষা বাঁধটি আজ ও কালকের মধ্যে মেরামতের দাবী করছেন স্থানীয়রা।

পাউবো সূত্রে ও সরেজমিনে দেখা গেছে, গত ৫ মাস আগে ঘূর্ণীঝড় রেমালের আঘাতে উপজেলার হাজীরহাট ইউনিয়নের ১১ টি পয়েন্টে ভেঙ্গেছে ৪ কিলোমিটার বেড়ীবাঁধ। ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ টি পয়েন্টে ১ কিলোমিটার বেড়ীবাঁধ, ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ৯ পয়েন্টে ৩ কিলোমিটার ও ১ নং মনপুরা ইউনিয়নের ৩ টি পয়েন্টে ১ কিলোমিটার বেড়ীবাঁধ বিধ্বস্ত হয়। ৫ মাস পেরিয়ে গেলেও আজও সেই সমস্ত বেড়ীবাঁধ সংস্কার করেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই সমস্ত ভাঙ্গা বেড়ীবাঁধ মেরামতের ছিটেফোঁটা উদ্যোগ গ্রহন করেনি পাউবো।

উপজেলার সদরে শহর রক্ষা বাঁধের আশে পাশে বসবাসরত, সাখাওয়াত, কালাম, অহিদ, রহমান, সামি, রুবেল, শাহজাহান, জসিম, ইলিয়াস সহ অনেকে জানান, শহর রক্ষা বাঁধটি ঘূর্ণীঝড় রেমালের আঘাতে বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে। এখন পর্যন্ত পাউবো বাঁধটি মেরামত করেনি। শুনেছি ঘূর্ণীঝড় ডানা আগের ঘূর্ণীঝড় থেকে শক্তিশালী। এতেই পুরো এলাকায় বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে। এবার ঘূর্ণীঝড়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে পুরো উপজেলা তলিয়ে যেতে পারে, এমনকি প্রাণহানির আশংকা করছেন তারা। তাই তারা দ্রুত শহর রক্ষা বাঁধটি মেরামতের দাবী করেন।

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদৌলা জানান, আমি নতুন যোগদান করেছি। অনেক বিষয় জানি না। তবে মনপুরার বেড়ীবাঁধ সংস্কারে প্রস্তাব পাঠানো হয়েছে। শহর রক্ষা বাঁধটি মেরামত করা হবে।

বাংলাদেশ সময়: ২:৩৮:৩০   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


মানবিক সমাজ গড়ার প্রত্যায় নিয়ে ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত
কুখ্যাত ডাকাত শামসু আটক
ভোলায় সাংবাদিকদের সাথে ক্ষুদ্র মৎসজীবি মানুষের অধিকার এবং জীবনমান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা
‘নৌকা তলিয়ে গেছে, মানুষের কাছে আ’লীগ এখন ঘৃণার নাম’: ভোলায় বক্তারা
তোফায়েল আহমেদসহ ৮৬জনের নামে মামলা
ভোলায় জনস্বাস্থ্য উপ-সহকারীর বিরুদ্ধে ঠিকাদারদের সংবাদ সম্মেলন
ভোলার মেঘনায় অবৈধ জাল সরাতে গিয়ে হামলার শিকার মৎস্য অফিসের ৫ জন
ভোলায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
ভোলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত
লালমোহনের পূর্ব চরউমেদ আহম্মাদিয়া দাখিল মাদরাসা এক ক্লাস রুমে একাধিক শ্রেণির পাঠদান, চরম দুর্ভোগ



আর্কাইভ