
স্টাফ রিপোর্টার ॥
‘ছাত্রজনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সারে ১১টায় ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ভোলা বিআরটিএ ও সড়ক ও জনপদ বিভাগের যৌথ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল্লাহ।
বিআরটিএ ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে সড়কে চলাচল করার নিয়ম কানুন সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য প্রদান করেন ভোলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম, সভাপতি মাহবুবুর রহমান ও সাংবাদিক এ.সি.ডি.অর্জুন।
প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ রাকিবুল জাহাঙ্গীর, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ, বিআরটিএ কার্যালয়ের অফিসার সৈয়দ রাসেল, স্কুলটির সহকারী প্রধান শিক্ষক শাহনেওয়াজ চন্দন ও নিরাপদ সড়ক চাই সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষকগণ। সভায় প্রধান অতিথিসহ সকল বক্তাই সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের করণীয় বিষয়গুলো তুলে ধরেন এবং শিক্ষার্থী সহ সকলকে আইন ও নিয়ম মেনে রাস্তায় চলাচলের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য দিবটি উপলক্ষে এবং ভোলায় সড়ক দুর্ঘটনা রোধের লক্ষে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এরুপ সচেতনতামূলক আলোচনা সভা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন বিআরটিএর সহকারী পরিচালক মাহবুবুর রহমান।
বাংলাদেশ সময়: ২:৩৭:০৪ ১৩৬ বার পঠিত