মোঃ জাহাঙ্গীর আলম
শরতের একদিন দিগন্ত,
স্বচ্ছ সীমাহীন খোলা আকাশ আকাশে
সাদা-নীলের ঢেউ খেলছে।
ধীরে ধীরে সূর্য ক্লান্ত হয়ে হেলে পড়ছে
মন হয় যেন রক্তিম আকাশের ঘুম আসছে।
সন্ধ্যে হলো, চারিদিকে অন্ধকার
ক্ষণে ক্ষণে নিস্তব্ধতা হঠাৎ পাখির ডাক,
কোথাও বা হুক্কা হুয়া।
রাতের শেষ প্রান্তে কেউ তাহাজ্জুদ,
কেউ বাদ্যযন্ত্রে উপাসনায়,
কেউবা নিশীথ ঘুম।
মোরগের ডাক,
পাখির কিচিরমিচির শব্দ
ও মোয়াজ্জেমের ডাকে ভোর।
প্রার্থনা শেষ, উফ কি সুন্দর ভোরের আভা
সূর্য উঁকি দিচ্ছে আর হাঁসছে।
গায়ের মেঠো পথে হাঁটা শুরু শীতল হাওয়া,
পায়ের নিচে শিশির ভেজা ঘাস।
মনে হয় যেন এক ভোরের শিশির।
বাংলাদেশ সময়: ১:৩৫:১৩ ১৯৩ বার পঠিত