স্টাফ রিপোর্টার ॥
‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ভোলা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দাপ্তরিক জরুরী কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনজুর হোসেন। ভোলা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় এডিসি মনজুর বর্তমান বিশ্ব তথা বাংলাদেশে কন্যাশিশুদের বিভিন্ন অধিকার ও এর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। ভোলা জেলা শিশু একাডেমি কর্তৃক উদযাপিত শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত দিবসে কন্যাশিশুদের বিভিন্ন অধিকার নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ আরিফুল ইসলাম, জেলা শিশু একাডেমির কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন, জেলা প্রথমিক শিক্ষা বিভাগ ২০২৪ এর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিল্পী মিস্ত্রী, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়া ও নাফিজা এবং মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উপমা সেন ও মুমতারিন। শিশু একাডেমির অফিস সহকারি গোপাল চন্দ্র দে এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে এনডিসি সামছুজ্জামান, শিশু বিকাশ কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার মোর্শেদ আলম, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০:৫১:৪৬ ১৩৫ বার পঠিত