চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনে জেলের জালে মিলেছে নিখোঁজ শিশুর লাশ। নিখোঁজের পরদিন রোববার বিকাল ৩টায় স্থানীয় জেলেরা যমুনা ব্রিকসসংলগ্ন স্থানে শিশুটির মরদেহ জালের সঙ্গে পেঁচানো অবস্থায় পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের জানালে তারা জেলেদের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন।
শিশুর নাম তানহা (৫)। সে দুলারহাট থানার চরযমুনা গ্রামের মো. সাদ্দাম হোসেনের মেয়ে। পুলিশের উপস্থিতিতে শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, শনিবার বিকালে তানহাসহ দুই শিশু দুলারহাটের ঘোসেরহাট লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে নামে। এ সময় শিশু তানহা পানির স্রোতে তলিয়ে যায়। ঘটনার পর থেকে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে উদ্ধার তৎপরতা চালালেও তাকে খুঁজে পাননি। রোববার সকালে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধার তৎপরতাকালে জেলেদের জালে তার লাশ মেলে।
বাংলাদেশ সময়: ০:৪৭:৪৫ ৮১ বার পঠিত