আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৪-২৫ এর আওতায় (১৯ সেপ্টেম্বর) সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুলের সহযোগিতায় ছাত্রদের কাবাডি ও ছাত্র/ছাত্রীদের দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার দীপক হালদার, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার (অঃদাঃ) মোঃ সাইদুল ইসলাম।
উক্ত কাবাডি প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং দাবায় চ্যা¤িপয়ন হয় চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়। এই কাবাডি ও দাবা প্রতিযোগিতায় ০৬ টি বিদ্যালয়ের ৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৮:০৫:১২ ২৩৭ বার পঠিত