ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা-ভাংচুর অগ্নিসংযোগ

প্রচ্ছদ » অপরাধ » ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা-ভাংচুর অগ্নিসংযোগ
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের হাজিরহাট বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা ভাংচুরের অভিযোগ উঠেছে। হামলায় গৃহকর্তা ইয়ামিন মীরসহ ৪জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে সংবাদকর্মীদের ডেকে চিকিৎসাধীন ইয়ামিন মীর তার বসত বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ করেন।

চিকিৎসাধীন ইয়ামিন মীর ও আল আমিন মীর অভিযোগ করে বলেন, তাদের এলাকায় চিহ্নিত সন্ত্রাসী নিরবের নেতৃত্বে জাবেদ, জাহিদ, বিপ্লব কালু, হাছান বাবু, মনির ও নাসিম প্রথমে হাজির হাট বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলায় থাই গ্লাস এবং আসবাবপত্র ভাংচুর করে। এসময় আল আমিন মীর,রফিক মাষ্টার ও রিয়াজ মীর বাঁধা দিলে তারা রিয়াজ মীরকে লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। ইউনিয়ন বিএনপি নেতা বাবলু মাষ্টার রিয়াজ মীরকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এঘটনার আধা ঘন্টা পর হামলাকারীরা ৩০-৩৫ জনের লাঠিয়াল ও গুন্ডা বাহিনীর একটি মিছিল নিয়ে এসে ফের ইয়ামিন মীরকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে বলে ভুক্তভোগীরা কান্ঠা কন্ঠে অভিযোগ করেন। হামলাকারীদের মধ্যে জাবেদ, বিপ্লব ও জাহিদ নামের চিহ্নিত তিন সন্ত্রাসীকে চিনেন বলে ইয়ামিন মীর জানান।

আল আমিন মীর বলেন, হামলাকারীরা তার ভাই ইয়ামিন মীরকে রক্তাক্ত নীল ফোলা জখমের পর তাকে এবং তার চাচা আবুল কালাম মীরকে পিটিয়ে আহত করে। পরে তারা আমাদের পুরো ভবনের গ্লাস আসবাবপত্র ভাংচুর করে এবং একটি মটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তারা চলে যাওয়ার পর স্থানীয় মোসলে উদ্দিন মেম্বার ও বাবলু মাষ্টারের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা এসে আমাদেরকে হাসপাতালে ভর্তি করেন।

হামলার শিকার ইয়ামিন মীর ও আল আমিন মীর বলেন, আমরা এবং আমাদের গোটা পরিবার বিএনপি করি। যারা আমাদের উপর হামলা করেছে তারাও বিএনপি করে। কিন্তু কি কারণে কেন আমাদের বসত ঘর ভাংচুর করা হয়েছে এবং আমাদের উপর এই অমানুষিক হামলা নির্যাতন করা হয়েছে তা আমরা জানিনা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।

অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি।

দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই হামলার ঘটনায় এলাকার সাধারণ মানুষ নিন্দা ও প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ২:২৭:৫৭   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় চাঁদাবাজীর প্রতিবাদ করায় হামলার শিকার স্থানীয় সেচ্ছাসেবক দল নেতা
জমি নিয়ে দ্বন্দ্ব, দেবরের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলায় ফেঁসে গেলেন ভাবি
চরফ্যাশনে প্রবাসীর বাড়ি নির্মাণ কাজে হয়রানির অভিযোগ
ভোলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৬
ভোলায় ২ মন নিষিদ্ধ পলিথিন, শপিং ব্যাগ জব্দ
চরসামাইয়ায় শিক্ষকের মার্কেট দখল করেছে আ’লীগ নেতা
রাজাপুরে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
পাওনা টাকা চাওয়ায় চা দোকান ব্যবসায়ীকে ছুরির আঘাত
গুলশান থেকে গ্রেফতার ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকব
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ১৫ জন আটক



আর্কাইভ