চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশন উপজেলার প্রান্তিক পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীগঞ্জ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ৫শতাধিক রোগীকে এসটিএস হাসপাতালের আয়োজনে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী হাজারীগঞ্জ বাজারে ফ্রী মেডিকেল ক্যা¤েপ রোগীদের বিনা ভিজিটে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা দেন এলার্জি বিশেষজ্ঞ চিকিৎসক অহিদুর রহমান, কিডনি ও বাত বিশেষজ্ঞ চিকিৎসক আজিজুল হাকিম (রিয়াদ) এবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহিউদ্দিন।
চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যবস্থাপনায় ফ্রী মেডিকেল ক্যা¤েপর মাধ্যমে শতশত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করাটা একটি ভালো উদ্যোগ।
তিনি আরও বলেন, অনেক দরিদ্র মানুষ টাকার অভাবে চিকিৎসা সেবা নিতে পারেনা। জামায়াতের উদ্যোগের কারণে তারাও ফ্রী সেবা নিতে পারছেন। চিকিৎসা প্রার্থী তানিয়া বেগম বলেন, জামায়াতের ফ্রী মেডিকেল ক্যা¤েপর কারণে, আমরা অনেকে চিকিৎসা নিতে পারলাম। ভবিষ্যতেও এই সেবা চালু রাখলে ভালো হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীগঞ্জ ইউনিয়ন শাখার আমীর মো: জাকির হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার সেবায় সব সময় নিয়োজিত থাকে। আমরা চেষ্টা করছি, চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য কিছু করতে।
সম্ভব হলে ভবিষ্যতে এ আয়োজন আবারো করা হবে।
বাংলাদেশ সময়: ২:২৪:২০ ৯৬ বার পঠিত