মোঃ বেল্লাল নাফিজ।।
ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ মিজান বাহিনীর প্রধান মিজানুর রহমান ও তার সহযোগী মিরাজসহ ৭ সন্ত্রাসী আটকে করেন । সোমবার (১৬ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রেস ব্রিফিং এ তথ্য জানান মিডিয়া সেল কর্মকর্তা লেঃ কমান্ডার এইচ এম এম হারুন -উর-রশীদ।
প্রেস রিলিজে এ এই কর্মকর্তা জানান, ভোলা জেলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের সাধারণ মানুষদের জিম্মি করে চাঁদাবাজী ও জমি দখল করে আসছিল বলে কোস্ট গার্ড অবগত হয়। ভুক্তভোগী সাধারন মানুষরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীন হয়েছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ই সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে ১৬ই সেপ্টেম্বর রাত সাড়ে ৩টা পযর্ন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইজ ভোলা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে চরসামাইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আলাউদ্দিন মিয়াজী বাড়ী ও পালোয়ান বাড়ী তল্লাশি করে মিজান বাহিনীর প্রধান মিজানুর রহমান (৪৫)সহ ৭জন সন্ত্রাসীকে আটক করেন।
আটককৃত ৭ সন্ত্রাসী হলেন, মো. মিজানুর রহমান, মো. মিরাজ হোসেন, আবুল কালাম, রাসেল আহমেদ, মো. মামুন, শামসুদ্দিন রহমান এবং সাইফুল মাহমুদ। এদের মধ্যে মিজানুর রহমান সন্ত্রাসী গ্রুপের প্রধান। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের কাছে তিনি কল্লাকাটা মিজান নামে পরিচিত।
তল্লাশিকালে তাদের বাড়ী হতে সন্ত্রাসী কাজে ব্যবহৃত ২৫টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ৮টি কাঠের ব্যাটন উদ্ধার করা হয়। পরে আটককৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থাকায় হস্তান্তর করা হয়৷
বাংলাদেশ সময়: ১৮:৩৭:২৭ ১২৬ বার পঠিত