স্টাফ রিপোর্টার ॥
ভোলা পৌর কিচেন মার্কেটের দ্বিতীয় তলায় সুপার সপের উদ্বোধন করা হলো দোয়া মোনাজাতের মধ্য দিয়ে। সোমবার বিকেলে অত্যাধুনিক সুপার সপটি প্রাথমিকভাবে উদ্বোধন করা হয়। যা জিজেইউএস এন্টার প্রাইজের দ্বারা পরিচালিত। এখানে সব ধরনের নিত্য পণ্যের সমাহারে ভরপুর রয়েছে সুপার সপটিতে। যা ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মোনাজাতে শহরের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ ছাাড়াও এখানে থাকছে আরো নানা ধরনের বিপনি বিতান, সুলভমূল্যে ত্রেতাগণ খুব সহজে তাদের পছন্দনিয় মালামাল ক্রয় করতে পারবেন। সুপার সপটিতে খুব শীর্ঘই চলন্ত সিঁড়ি বসানোর কাজ শুরু হবে। এটিই ভোলায় সবচেয়ে বড় ধরনের সুপার সব বলে জানায় জিজেইউএস এন্টার প্রাইজের ব্যাবস্থাপনা পরিচালক আবুল হোসেন মীম। ক্রেতাদের সব ধরনের নিত্য পণ্যের চাহিদা মেটাতে সপটি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। উদ্বোধনের প্রথম দিনেই অনেক ক্রেতার সমাগম ঘটে সুপার সপে।
বাংলাদেশ সময়: ১:৫১:১০ ১১০ বার পঠিত