আ’লীগের শাসনামলে সকল অপকর্মের বিচার করা হবে: মেজর অব: হাফিজ

প্রচ্ছদ » জেলা » আ’লীগের শাসনামলে সকল অপকর্মের বিচার করা হবে: মেজর অব: হাফিজ
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪



---

নুরুল আমিন, লালমোহন ॥

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আর্ন্তজাতিক তদন্তের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সব শাসনামলের অপকর্ম ও হত্যাকা-ের বিচার করা হবে। আইনের হাত থেকে কেউই রক্ষা পাবে না, প্রত্যেকটি ঘটনা চুলচেরা বিশ্লেষণ করে সকল অপকর্মকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে। বিচার করা হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর লঞ্চঘাটে এসব কথা বলেন তিনি।

সংক্ষিপ্ত সাংগঠনিক সফরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে লঞ্চে রওনা হয়ে বুধবার নাজিরপুর এসে পৌঁছে সহস্র নেতাকর্মীর শুভেচ্ছায় সিক্ত হন মেজর (অবঃ) হাফিজ। নাজিরপুর বাজারে সংক্ষিপ্ত পথসভায় সাবেক এই মন্ত্রী আরো বলেন, এদেশে ছাত্রজনতা ঐক্য হয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এই স্বৈরাচার সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে।স্বাধীন বাংলাদেশকে, নতুন করে ছাত্রজনতা স্বাধীন করেছে।

মেজর (অবঃ) হাফিজ বলেন, আওয়ামী লীগের শাসনামলে, যে সকল ছাত্রদের হত্যা করা হয়েছে, বিভিন্ন নেতাকর্মীদের গুম করা হয়েছে, যে সকল নেতারা দুর্নীতি করেছে, সকল ঘটনারই বিচার করা হবে।

বাসভবনে পৌঁছা পর্যন্ত পথে পথে শতসহস্র মানুষের ভালোবাসায় সিক্ত মেজর (অবঃ) হাফিজ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। বাসভবনে পৌঁছে নেতাকর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনাদের সাথে যারা অপকর্ম করেছে, তাই তাদেরকে আইনের মাধ্যমে নিয়ে কঠিন শাস্তি দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব, শফিকুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক জান্টু, উপজেলা যুবদলের সহসভাপতি বাবুল পাটোয়ারি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম হাওলাদারসহ লালমোহন উপজেলা বিএনপি এবং পৌরসভা বিএনপির সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

বাংলাদেশ সময়: ২:৫৩:২৫   ৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান
মেঘনার ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতঘর-ফসলি জমি
যক্ষ্মা রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটাব ভোলা শাখার উদ্যোগে ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
টানা বর্ষণে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে ভোলার মানুষ
ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. পালিত
ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
ভোলায় কোস্টগার্ডের অভিযানে সন্ত্রাসী মিজান বাহিনীর প্রধান মিজানসহ ৭ সন্ত্রাসী আটক
বৈরী আবহাওয়া কারণে টানা ১৫ ঘণ্টা অন্ধকারে ছিল ভোলা
চরফ্যাশনে অনুমোদনহীন বেসরকারী ক্লিনিক, চিকিৎসাসেবায় অনিরাপদ রোগীদের জীবন
বঙ্গোপসাগর মোহনায় মনপুরার ৪ ট্রলার ডুবি, নিখোঁজ ১৫ জেলে উদ্ধার



আর্কাইভ