চরফ্যাশন প্রতিনিধি ॥
এক মাস ধরে নিখোঁজ থাকা তারেকের লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে। চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের বাসিন্দা রিয়াজ সেজওয়ালের ছেলে মো. তারেক গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হয়ে মৃত্যু বরণ করে। দীর্ঘ এক মাস ধরে নিখোঁজ থাকায় পরিবার তার কোনো খবর পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পরে পহেলা সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের মর্গে তার লাশ পাওয়া যায়। মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয় এবং বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ৯নং ওয়ার্ডে তার পৈত্রিক বাড়ি সংলগ্ন মসজিদ মাঠে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক গরস্থানে দাফন স¤পন্ন করা হয়েছে।
জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে বড় ছিলো তারেক। সে স্থানীয় ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো। বাবা কৃষি কাজ করায় সংসারের অভাব অনটনের মধ্যে পড়াশোনার পাশাপাশি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় টেইলারিংয়ের কাজ করত তারেক। গত ৫আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের বাবা রিয়াজ সেজওয়াল বলেন, আমরা গত এক মাস ধরে নিখোঁজ পুত্রের সন্ধানে বিভিন্ন যায়গায় খবর নেই। পরে পহেলা সেপ্টেম্বর জানতে পারি যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হয়েছে। ঢাকা মেডিকেলের মর্গে তার মরদেহ সনাক্ত করে নিজ বাড়ির গোরস্থানে দাফন করেছি।
বাংলাদেশ সময়: ২:৫০:২২ ৭৩ বার পঠিত