আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলার বোরহানউদ্দিনের পৌর বিএনপি উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রবিবার (১ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন কেন্দ্রীয় বাজার মসজিদে দোয়া অনুষ্ঠানে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। কেন্দ্রীয় বাজার মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিটন, আ: রব হাওলাদার, ইউসুফ হোসেন বাচ্চু, শাহাবুদ্দিন বাচ্চু, পৌর যুবদল সভাপতি হেলালউদ্দিন মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান হাওলাদার, পৌর ছাত্রদল সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, পৌর শ্রমিক দলের সম্পাদকসহ পৌর বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:২৩:১২ ১২৩ বার পঠিত