তজুমদ্দিনে একাধিক মামলায় অজ্ঞাতসহ শতাধিক আসামি

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে একাধিক মামলায় অজ্ঞাতসহ শতাধিক আসামি
শনিবার, ৩১ আগস্ট ২০২৪



তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলা-৩ আসনের সাবেক সাংসদ, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর গাড়ী ভাংচুরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, জেলা পরিষদ সদস্য, যুবলীগ সভাপতি, ইউপি সদস্য সহ ৮ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে।

এছাড়াও চাচঁড়া ইউনিয়ন পরিষদের বের্তমান চেয়ারম্যান আবু তাহেরসহ ১৭জনসহ অঞ্জাতনামা ১৫/২০ জনের নাম উল্লেখ করে গিয়াস উদ্দিন নামে একজন বুধবার (২৮ আগস্ট) একটি মামলা করেন।

এদিকে গত বৃহ¯পতিবার (২২ আগস্ট) তজুমদ্দিন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন মো. ইসমাইল (৩৫) পিতা.মো.ইব্রাহিম, মাওলানা কান্দি ৪ নম্বর ওয়ার্ড। মামলার আসামিরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ স¤পাদক মো. মিজান পোদ্দার (৪৫), আ.লীগ নেতা মো. গিয়াস পোদ্দার (৪৭), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ সাধারণ স¤পাদক ফজলুল হক দেওয়ান (৬০), চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন (৪৮), সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু (৪২), জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান (৩৮), সাবেক ভাইস চেয়ারম্যান আমিন মহাজন (৪০), অজ্ঞাত ৪০ থেকে ৫০।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচার- প্রচারণার জন্য একটি গাড়ী বহর ১৫-১২-২০১৮ তারিখ সকাল ৯.৩০ ঘটিকার সময় তার নির্বাচনীয় এলাকা তজুমদ্দিন উপজেলা হয়ে দক্ষিণ খাসের হাট বাজারে যাওয়ার পথে বাংলাদেশ আওয়ামী লীগ তজুমদ্দিন উপজেলা শাখার কার্যালয়ের সামনে আসলে উপরোক্ত আসামিরা সাবেক সাংসদের গড়ী বহরের গতিপথ রোদ করে হামলা চালায়। এতে গাড়ী ভাংচুর সহ অনেক নেতা কর্মী আহত (জখম) হয়। সে সময়ে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক ছিলোনা বিধায় এজাহারে মামলা দায়ের করা সম্ভব হয়নি বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

মামলা নম্বর ১০/৮৮ তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০:৪৯:০২   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়নি ঈদ-ই-মিলাদুন্নবী
তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
আপনারা আমাকে মানুষ হিসেবে মূল্যায়ণ করে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত করছেন: মেজর অব: হাফিজ
তজুমদ্দিনে একাধিক মামলায় অজ্ঞাতসহ শতাধিক আসামি
তজুমদ্দিনে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময়
পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের গাফিলতি ॥ তজুমদ্দিনে বেড়িবাঁধ ভাঙনে উপজেলাবাসী আতংকিত
মেঘনায় বজ্রপাতে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি, শঙ্কামুক্ত ৯ রাখাল
তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
দেশবাসীর অকুণ্ঠ সমর্থনে ছাত্র-জনতার বিপ্লবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন: মেজর হাফিজ
তজুমদ্দিনের চাচড়ায় ব্যক্তিগত আক্রোশে সাবেক বিএনপি নেতাকে হত্যা



আর্কাইভ