ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রচ্ছদ » ইসলাম » ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪



---

আল আমিন ॥

বুধবার (২৮ই আগস্ট) বিকাল তিনটায় ভোলা সরকারি স্কুল মাঠ প্রাঙ্গন থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে “নৈতিক অবক্ষয় রোধ, বৈষম্যমুক্ত সুশাসন ও ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ইসলামী শাসনতন্ত্রই কার্যকর পন্থা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মুহাম্মাদ আবু জাফর এর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মুহাম্মদ হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম তারেক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ১৯৯১ সালে ২৩ আগস্ট প্রতিষ্ঠিত হয় মাওলানা সৈয়দ ফজলুল করিম (রহ.) হাতে। আজ থেকে ৩৩বছর আগে তিনি যখন দেখলেন ক্যা¤পাস গুলোতে ছাত্ররা রাজনীতির নামে ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ অস্ত্রের মহড়া চলছে এবং রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলো দিয়ে ক্ষমতায় আসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তখন এদেশের শিক্ষাবিদ, উলামায়ে কেরাম দ্বীনদ্বার বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের সাথে পরামর্শ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ নামক আদর্শিক ছাত্র কাফেলাটি প্রতিষ্ঠিত করেন। হাটি হাটি পা পা করে ৩৩ বছরে কাফেলাটি বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আদর্শবান নৈতিকতা স¤পন্ন এক ঝাঁক শিক্ষার্থী উপহার দিয়েছে।

---

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের প্রতিটি সমস্যায় এবং অধিকার আদায়ে রাজপথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। উদাহরণ হিসেবে বলা যায় ২০২৪-এ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিকভাবে একাত্মতা ঘোষণা করেছিলেন এবং এই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী মাহফুজুর রহমান সহ মোট ১৯ জন ভাই শাহাদাত বরণ করেন। আগামীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের প্রতিটি অধিকার আদায়ে পাশে থাকবে। এজন্য সকলকে ইসলামী ছাত্র আন্দোলনের ভাইদের একটি আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নেওয়ার জন্য অনুরোধ করেন। এবং আগামী দিনের সকল প্রোগ্রামে আমাদের অগ্রণী ভূমিকা পালন করবে। এই আশা ব্যক্ত করে ভোলা নতুন বাজার চত্বরে এসে প্রধান অতিথি তার বক্তব্যে শেষে দোয়া মুনাজাতের মাধ্যমে শেষ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ছাত্র ও যুব বিষয়ক স¤পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আলাউদ্দিন রাফি, সদ্য সাবেক জেলা সভাপতি মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম, সহসভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, দাওয়া স¤পাদক মুহাম্মদ হোসাইন, তথ্য গবেষণা ও প্রচার স¤পাদক সাকিব আহমেদ জোবায়ের, বিশ্ববিদ্যালয় স¤পাদক হোসাইন আহমেদ শাহীন, আলীয়া মাদ্রাসা স¤পাদক মুহাম্মদ মাইনুদ্দিন সহ জেলা,থানা ও ইউনিয়নের প্রমূখ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২:১৯:০৩   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. পালিত
বোরহানউদ্দিনে ঈদে-ই-মিলাদুন্নাবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
দীর্ঘ ১৬ বছর পর কাচিয়া ইউনিয়নে ইসলামি আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন
পবিত্র ঈদে মিলান্নবী (স.) গুরুত্ব ও তাৎপর্য
পশ্চিম ইলিশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-সমাবেশ অনুষ্ঠিত
ভোলায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের সরকারি কলেজ কমিটি গঠন ও ট্রাফিকের দায়িত্ব পালনকারীদের সম্মাননা প্রদান
ইলিশায় ইসলামী আন্দোল বাংলাদেশের আঞ্চলিক ও ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল



আর্কাইভ