মনপুরা উপজেলা বিএনপির বিক্ষোভ-মিছিল ও সমাবেশ

প্রচ্ছদ » মনপুরা » মনপুরা উপজেলা বিএনপির বিক্ষোভ-মিছিল ও সমাবেশ
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর পরিচিতি ও মতবিনিময় সভায় আওয়ামীলীগের নেতাদের উপস্থিত থাকার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বুধবার দুপুর ১১টায় বিক্ষোভ-মিছিল শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সমাবেশ করে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

এর আগে গত মঙ্গলবার সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে নবাগত ইউএনও পাঠান মোঃ সাঈদুজ্জামান এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই মতবিনিময় সভায় আওয়ামীলীগের নেতারা উপস্থিত থাকা আজ (বুধবার) বিক্ষোভ-মিছিল ও সমাবেশে করছে বলে জানায় উপজেলা বিএনপির নেতারা। পরবর্তীতে উপজেলা পরিষদের কোন কার্যক্রমে আওয়ামীলীগের নেতাদের উপস্থিত না থাকারও দাবী করেন বিএনপির নেতারা।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, হাজিরহাট ইউনিরয়ন বিএনপির সভাপতি মহসিন আলম ভূইয়া, দক্ষিণ সাকুচিয়া বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন প্রমুখ।

এদিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাঈদুজ্জামান জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান হিসাবে মতবিনিময় সভায় ছিল, আওয়ামী লীগের কোন নেতাকে মতবিনিময় সভায় দাওয়াত দেওয়া হয়নি।

এছাড়াও তিনি আরও জানান, বিএনপি নেতা, জামায়াত নেতা, ইউপি চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্ধ, সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা, আলেম সমাজ, মাদ্রাসার শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনপুরা নেতৃবৃন্ধদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২:১৬:৫৭   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


বঙ্গোপসাগর মোহনায় মনপুরার ৪ ট্রলার ডুবি, নিখোঁজ ১৫ জেলে উদ্ধার
মনপুরার মেঘনা নদীতে ভাসছিল অর্ধগলিত লাশ
মনপুরায় বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান পরিদর্শনে আসায় তড়িঘড়ি করে সি-ট্রাক চালু
মনপুরায় বিএনপির সভাপতিকে বরণ করতে মেঘনা পাড়ে জনতার ঢল
মনপুরা উপজেলা বিএনপির বিক্ষোভ-মিছিল ও সমাবেশ
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও এশিয়ার বৃহত্তম অফগ্রিড বিদ্যুৎ কেন্দ্র মনপুরায়
মনপুরায় যুবলীগ নেতাকে বেধড়ক মারধর করে হাত ভেঙ্গে দিল দুর্বৃত্তরা
মনপুরায় বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
মনপুরায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল নেতা বহিষ্কার ও ছাত্রদল নেতার পদ স্থগিত
মনপুরায় বিএনপির অবস্থান কর্মসূচী পালন



আর্কাইভ