দৌলতখান প্রতিনিধি ॥
দৌলতখান মধ্য বাজারে হালিম বিক্রেতা আলমগীর ও তার ছেলে আলআমিনের নেতৃত্বে চরখলিফা ইউনিয়ন বিএনপির নারীসহ ৬ কর্মীকে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করেছে। আহতরা হলেন মোঃ মনির (৪৫), পিতা সৈয়দ আহমেদ, চরখলিফা ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ স¤পাদক, মোঃ জাকির (২৯), পিতা আব্দুল খালেক, সভাপতি চরখলিফা ৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল, মোঃ মামুন (২৪), পিতা আবু তাহের মিঝী, যুগ্ম আহ্বায়ক চরখলিফা ইউনিয়ন ছাত্রদল।
আহতরা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ-ঘটানাকে কেন্দ্র করে ১৫ জনকে আসামী করে দৌলতখান- থানায় মামলা করা হয়েছে। ইতিমধ্যে থানা পুলিশ ১ নারীকে গ্রেফতার করেছে।
আসামীদের দূর্ত গ্রাফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। এ সময় আহতদের দেখতে হাসপাতলে আসেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাবেক ছাত্রদল নেতা নাজীম উদ্দিন (আবির) ও স্থানীয় বিএনপি বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২:০৫:৪৭ ১৮৯ বার পঠিত