আজকের ভোলা রিপোর্ট ॥
যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে দ্বীপজেলা ভোলায় অনুষ্ঠিত হলো জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক আলোচনা সভা। মঙ্গলবার (২৭ আগস্ট) ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে ভোলার চর জাংগালিয়া স্কুল এন্ড কলেজে জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।
এসময় আলোচকরা জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন এবং আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করে।
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে এসময় জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক কুইজ প্রতিযোগিতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্য মোঃ শাফায়াত হোসেন, শামীম হোসেন শুভ, মীর আবিদ হোসেন রাফি, এমরান খান, জাহিদ হাসান, সাফা ইসলাম, রিয়া, হৃদয় দত্ত, ফজলে রাব্বি রিমন, রাসেল হোসেন, রায়হান সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
স্বস্তির বিষয় স্বতঃস্ফূর্তভাবে মানুষ
বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে: পার্থ
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, লক্ষ্মীপুরে বন্যার ভয়াবহ রূপ দেখেছি। তবে স্বস্তির বিষয় হচ্ছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমরাও চেষ্টা করছি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে। এজন্য বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিতে লক্ষ্মীপুর এসেছি। মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বন্যাকবলিত দিঘলী ইউনিয়নের দিঘলদী বাজারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তবে বন্যা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করতে রাজি হননি আন্দালিব রহমান পার্থ। পরে দিঘলদী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা কৃষক দলের সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:০৪:৪০ ১৫৩ বার পঠিত