স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় রোগীর শিশুর মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা। সোমবার (২৬ আগস্ট) সকালে ভোলা সদর হাসপাতালে এই ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, শনিবার বিকালে অটোরিকশা চালক শাহাদাত হোসেন ও নুরজাহান দম্পতির ১০ দিনের শিশু আয়েশাকে অসুস্থ অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এরপর হাসপাতালের নার্সরা ঠিক মতো চিকিৎসা দেয়নি। শিশুর কেনোলা পরাতে গিয়ে প্রচুর রক্ত ক্ষরন হয়। পরে শিশুটি নার্সদের চিকিৎসা অবহেলায় মারা যান।
শিশুর বাবা শাহাদাত হোসেন এর অভিযোগ, চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই তাঁর শিশু সন্তানের মৃত্যু হয়েছে। তারা জানায়, বারবার চিকিৎসক ও নার্সদের ভালো করে চিকিৎসা করানোর কথা বললেও তারা আমার সন্তানকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করায়নি। সে সময় কর্তব্যরত নার্স ছিলেন শাহনাজ খান। হাসপাতাল নার্সের এমন অবহেলায় ক্ষুব্ধ স্বজনরা।
এ বিষয়ে ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ আবু আহাম্ম শাফী বলেন, এই ঘটনায় যাঁরা দোষী তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান।
বাংলাদেশ সময়: ১:৫২:৩৮ ৯৫ বার পঠিত