ভোলায় আখের বাম্পার ফলন ॥ আখের সাথে সাথী ফসল করে লাভবান কৃষক

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় আখের বাম্পার ফলন ॥ আখের সাথে সাথী ফসল করে লাভবান কৃষক
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



---

মোঃ হারুন অর রশীদ ॥

ভোলায় আখের বাম্পার ফলন হয়েছে। আখের সাথে সাথী ফসল হিসেবে আলু করে দ্বিগুন লাভবান কৃষক। বর্তমানে চলছে খেত পাইকারদের কাছে বিক্রি ও কাটার ধুম। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। আখ চাষে পরিশ্রম বেশি হলেও খুশি আখ চাষিরা।

কৃষি বিভাগের হিসেবে ভোলায় এবার ৫ শত হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে। লাভ বেশি হওয়ায় প্রতিনিয়ত কৃষকরা আখ চাষে ঝুকছে। আখের সাথে সাথী ফসল হিসেবে আলু করে দ্বিগুন লাভ গুনছেন আখ চাষিরা। কৃষকদের সহযোগিতা করছেন কৃষি বিভাগ।

বোরহানউদ্দিন উপজেলার কৃষক মোঃ ইছহাক জানান কার্তিক মাসে আলু ও একই জমিতে অগ্রাহায়ন মাসে আখ রোপন করি তিন মাসের মধ্যে আলু উঠে যায় নয় মাসে আখ। আখের সাথে সাথী ফসল হিসেবে আলু রোপন করে। লাভ আসে দ্বীগুন। আখে কস্ট বেশি হলেও লাভ ভালো। আস্তে আস্তে বড় হতে থাকে আখগুলো। খেত থেকেই পাইকাররা আলু ও আখ কিনে নিয়ে যায়। বেচা বিক্রিতে কোনো বেগ পোহাতে হয়না, একই ভাবে কৃষক মোঃ হোসেন মোল্লা, মোঃ রেশাদ আলী রেশু, মোঃ কামাল হোসেন ও মোঃ ফারুখ তাদের লাভের কথা তুলে ধরেন। আখের পাইকাররা আখের খেত কেনা শুরু করেছেন। প্রতি শতাংশ আখের খেত বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা করে। পাইকার খেতেই নগদ টাকা দিয়ে দেয়। একদিকে একই জমিতে মিলছে আলু সাথে মিলছে আখ সাথী ফসল করায় খরচ কম হচ্ছে চাষিদের।

---

দৌলতখানের আখের বেপারি মোঃ মনির মিয়া জানান, তারা পুরো আখের খেত কেনার পর প্রতিটি আখ কাটার জন্য তিন টাকা করে খরচ দিতে হয় তার পর ভ্যান ও গাড়ি ভারা দিয়ে একেকটি আখ বিক্রি করেন ৬০ থেকে ৭০ টাকা করে আবার ১০/২০ টাকায়ও বিক্রি করতে হয়। তিনি জানান আখের চাহিদা ভালো রয়েছে। আখ মিষ্টি ও নরম।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাসান মোঃ ওয়ারেসুল কবীর জানান, বিভিন্ন ফসলের পাশাপাশি আখও অন্যতম একটি ফসল। কৃষকরা অখের সাথে আন্ত ফসল চাষ করে লাভবান হচ্ছে। কৃষি বিভাগ তাদের সব সময় সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে আখের আবাদ বাড়লে ভোলার চাহিদা মিটিয়ে জেলার বাইরেও আখ পাঠানো যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ৫:৫৩:৪৭   ২৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় গ্যাসভর্তি আরও তিনটি গাড়ি আটকে ছাত্র-জনতার বিক্ষোভ, উত্তেজনা
মুগ ডাল চাষে সফলতার মুখ দেখলেন ছাদেক মিয়া
ভোলায় কৃষকদের মাঝে নববর্ষের উপহার হিসাবে বিনামূল্যে সার ও বীজ বিতরন
ভোলায় জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
লালমোহনে সয়াবিন চাষে ঝুঁকছেন কৃষকরা
চরফ্যাশনের ১২ হাজার কৃষক পেলে বিনামূল্যে বীজ ও সার
ভোলার বাজারে শেষ সময়ে কেনাকাটার ধুম, দেশি পণ্যের চাহিদা বেশি
কৃষকের তরমুজের দাম নির্ধারণ করেন পাইকারি আড়তদার
ভোলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে জিজেইউএস’র দোয়া ও ইফতার মাহফিল
ভোলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন



আর্কাইভ