মনপুরায় যুবলীগ নেতাকে বেধড়ক মারধর করে হাত ভেঙ্গে দিল দুর্বৃত্তরা

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় যুবলীগ নেতাকে বেধড়ক মারধর করে হাত ভেঙ্গে দিল দুর্বৃত্তরা
রবিবার, ১৮ আগস্ট ২০২৪



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় উপজেলা যুবলীগের এক প্রভাবশালী নেতাকে বেধড়ক মারধর করে হাত ভেঙ্গে দেয় একদল দুর্বৃত্ত। এই সময় স্থানীয়রা গুরুত্বর আহত যুবলীগ নেতাকে উদ্ধার করে প্রথমে মনপুরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। শনিবার দুপুর ২ টায় উপজেলার হাজিরহাট এতিমখানার দক্ষিণ পাশে নোমান ফরাজীর বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।

গুরুত্বর আহত যুবলীগ নেতা হলেন, মনপুরা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাবেদ ফরাজী। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে চরযতিন গ্রামের বাসিন্দা মৃত আসলাম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত যুবলীগ নেতার স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ২ টার দিকে উপজেলার স্বপ্নছূড়া নামকস্থানে ফরিদের দোকানে চা খাচ্ছিল। এই সময় একদল দুর্বৃত্ত স্লোগান দিয়ে হামলা করে। পরে সেখান থেকে দৌড়ে এতিমখানার দক্ষিণপাশে নোমান ফরাজীর বাড়ির সামনে গেলে সেখানে গিয়ে তারা (দুর্বৃত্তরা) বেধড়ক মারধর করে হাত ভেঙ্গে দেয়। পরে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মনপুরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নতর চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।

এই ব্যাপারে উপজেলা যুবলীগের নেতা জাবেদ ফরাজী জানান, হামলায় নের্তৃত্বকারী সবাইকে আমি চিনি। তারা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তবে কারও নাম বলতে রাজি হননি তিনি।

এই ব্যাপারে মনপুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান অনিক জানান, জাবেদ ফরাজী নামে একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার হাত দুইটি ভেঙ্গে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, এইমাত্র শুনতে পেলাম। লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১:৫৮:০৫   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ইলিশায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর নির্মাণের অভিযোগ ॥ জমি বিক্রি করে দলিল দিতে তালবাহানা
বাপ্তায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষকে কুপিয়ে জখম
ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা-ভাংচুর অগ্নিসংযোগ
স্বামীকে মাতাব্বরের অপমান, সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা
ভোলায় কোস্টগার্ডের অভিযানে সন্ত্রাসী মিজান বাহিনীর প্রধান মিজানসহ ৭ সন্ত্রাসী আটক
লালমোহনে চাঁদাবাজি কালে গ্রেফতার ৬
চরফ্যাশনে ডিলার নিয়োগ ॥ আবেদন ফির নামে টাকা আদায়ের অভিযোগ
ভেলুমিয়ায় অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করে ধান রোপণ
দ.দিঘলদীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হাওলাদারের অব্যহতি ও বিচারের দাবিতে মানববন্ধন
চরফ্যাশনে ইমামের কাছ থেকে ভূমি উপ-সহকারীর অতিরিক্ত টাকা আদায়



আর্কাইভ