স্টাফ রিপোর্টার ॥
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এর সহকারী পরিচালক (হাসপাতাল) পদে পদোন্নতি পেয়েছেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম অধ্যক্ষ মফিজুল ইসলামের বড় ভাই খোরশেদ আলম মাতব্বরের ছেলে, ঢাকাস্থ রাজাপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন। সদালাপী, পরোপকারী এবং ঢাকাস্থ ভোলার মানুষের চিকিৎসা সেবা প্রদানে যিনি সবসময় এগিয়ে আসেন সেই রুহুল আমিন পিজি হাসপাতালের সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় তার জন্মস্থান রাজাপুরসহ ভোলার সদরের মানুষ আনন্দিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও শুভেচ্ছা জানিয়েছে তার স্বজন ও শুভাকাঙ্খীরা।
পদোন্নতি পাওয়া রুহুল আমিনের আগে পিজি হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত কমকর্তাসহ সততার সাথে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
রামদাসপুর যুব সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ রাজাপুর কল্যাণ সমিতি প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ নিরব হোসেন জানান, মোঃ রুহুল আমিন মাতব্বর একজন সৎ, দক্ষ, পরোপকারী, নিরাহংকারী খুব ভালো মনের মানুষ। যেকোন বিষয়ে তাঁর কাছে গিয়ে সহয়তা পাননি এমনটা হয়নি। তিনি তার সাদ্যমত সহযোগীতার হাত বাড়িয়ে দেন। তাই সকলের কাছে প্রিয়মুখ রুহুল আমিন মাতব্বর। তিনি ঢাকাস্থ রাজাপুর কল্যাণ সমিতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তার এ পদোন্নতিতে আমরা খুবই আনন্দিত।
এ ছাড়া রুহুল আমিনকে ভোলা জার্নালিস্ট ফোরাম, নিরাপদ চিকিৎসা চাই ভোলা, ঢাকাস্থ রাজাপুর কল্যাণ সমিতি, গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগার, রামদাসপুর যুব সমিতির, ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন, রাজাপুর সমাজ সেবা সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে শুভেচ্ছা জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৪৫:২২ ৩৪৯ বার পঠিত