ড. ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রচ্ছদ » জাতীয় » ড. ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন
শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট।। 

ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

গত ১৪ আগস্ট অধ্যাপক ইউনূসকে এ অভিনন্দন বার্তা পাঠানো হয়।

অভিনন্দন বার্তায় স্টারমার বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় আমি আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা আপনার ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। কারণ এই সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ভবিষ্যতের পথে একটি শান্তিপূর্ণ উত্তরণের সুযোগ তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে, যেখানে জাতির সামনে বিদ্যমান একাধিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে দৃঢ় ও স্থায়ী সম্পর্কের মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক এবং কমনওয়েলথ এ সম্পর্ককে আরও দৃঢ় করছে।’

সম্প্রতি ছাত্র আন্দোলনেপ্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা ছাত্রদের এবং আরও অনেকের সাহসিকতাকে স্বীকৃতি দিয়েছি, যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছেন।’

বাংলাদেশ সময়: ১৪:৩৯:৪৬   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


কামাল চৌধুরী ৪, মেজবাহ উদ্দিন ৩ দিনের রিমান্ডে
আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য যৌথ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে: নৌবাহিনীর প্রধান
পাকিস্তানকে ‘বাংলাধোলাই’ করল টাইগাররা
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বন্যায় দেশের ১১ জেলায় প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ১৩ জনের মৃত্যু
হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ড. ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন
পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি সারজিস আলমের
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন
প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস



আর্কাইভ